#আজকের স্থগিত হওয়া ম্যাচ দুটি আগামীকাল গড়াবে একই মাঠে। ৩০ ডিসেম্বরের টিকেট দিয়েই দেখতে পারবে আগামীকালকের খেলা #
এমদাদুর রহমান চৌধুরী জিয়া: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বিপিএলের দুই ম্যাচ স্থগিত করা হয়। সকালে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যাচ স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।
তবে এ ঘটনায় টানটান উত্তেজনা দেখা দেয় দর্শকদের মধ্যে। হঠাৎ করে কেন ঘোষণা করা হলো স্থগিত বিপিএল এর ম্যাচ ছুটি জানতে চায় তারা। কথা কাটাকাটির এক পর্যায় উত্তেজিত এক শ্রেণীর দর্শক ও জনতা স্টেডিয়ামের গেইট ভাঙচুরের চেষ্টা করে।
তখন পুলিশ ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশের ধাওয়ায় বাগানের চারা গাছ দিয়ে পালিয়ে যাওয়ার সময় সুমন নামের এক ব্যক্তি সহ ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন নিজেদের মত। 
তবে এঘটনায় ১৪ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া( ডিসি) সাইফুল ইসলাম । তিনিএ প্রতিবেদক কে জানান, আটক এমনিতেই করা হয় নাই , বিভিন্ন সময় যারা গেটের উপর দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করার চেষ্টা করে, ভিন্ন রকমের ক্ষতিসাধন করে এমন ব্যক্তিদেরই আটক করা হয়েছে । এদের মধ্যে কেউ দোষ স্বীকার করে সংশ্লিষ্ট গণ্যমান্য দায়িত্বশীল কাউকে নিয়ে আসলে পুলিশ সেটা বিবেচনা করতে পারে। অন্যতায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, স্থগিত হওয়া দুই ম্যাচ আগামীকাল মাঠে গড়াবে। আজ হঠাৎ বিপিএলের ম্যাচ স্থগিত হওয়ার ঘোষণা আসায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দর্শকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। একপর্যায়ে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধাওয়া করে।
তবে এবার আশাহত সমর্থকদের জন্য নতুন সূচি জানিয়ে দিয়েছে বিসিবি। বুধবার বিকেল ৩টায় দিনের প্রথম ম্যাচ এবং দ্বিতীয়টি হবে রাত ৮টায়। আজকের ম্যাচের জন্য যারা টিকিট কেটেছেন, ওই টিকিটেই আগামীকাল তারা খেলা দেখতে পারবেন।
আজকের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী– দিনের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল দুপুর ১টায়। যেখানে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। আগামীকাল এই ম্যাচটি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
এদিকে আজ সন্ধ্যায় ৬টায় মাঠে নামার কথা ছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের। এই ম্যাচটি নতুন সূচি অনুযায়ী আগামীকাল (বুধবার) রাত ৮টায় অনুষ্ঠিত হবে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল বিপিএলের কোনো খেলা ছিল না। তবে নতুন সূচিতে আগামীকাল দুই ম্যাচ থাকায় টানা তিন দিনেই দুইটি করে ম্যাচ দেখতে পারবেন সমর্থকরা।
এর আগে এক বিবৃতিতে সকালে বিসিবি উল্লেখ করেছে, বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও দেশের শোকাবহ পরিবেশের কারণে মঙ্গলবারের নির্ধারিত ম্যাচগুলো আয়োজন করা হচ্ছে না। ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে। স্থগিত ম্যাচের সূচি ও ভেন্যু পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে জানায় বিসিবি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin