গোলাপগঞ্জে নবাগত ইউএনও'র সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের মতবিনিময় সভা
মিজানুর রহমান :: সোমবার বিকেলে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রফিকুল ইসলাম এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, এসময় উপস্থিত ছিলেন
সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী,সভাপতি ইলিয়াস আহমদ,সহ-সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া,সহ- সাংগঠনিক সম্পাদক মিলাক আহমদ,প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম,সদস্য, বদরুল ইসলাম,জিয়া উদ্দিন,এনাম উদ্দিন,জুবের আহমদ, প্রথমে বক্তব্য রাখেন সভাপতি ইলিয়াস আহমদ এর পরে গোলাপগঞ্জ উপজেলা শাখা কমিটির তালিকা তুলে দেন নবাগত (ইউএনও) মহোদয়ের হাতে
এসময় গোলাপগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে নবাগত ইউএনও'র সাথে আলোচনা করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের সদস্য,কামাল খান, এর মধ্যে রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, উপজেলার নদী দখলমুক্ত করা ও ময়লা-আর্বজনা পরিস্কার, পৌর শহরের যানজট নিরসন, পৌরসভা জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, পৌরকর সহজকরন এবং রাস্তা উন্নয়নসহ বিভিন্ন বিষয়।
উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন এবং সরকারি সেবায় আরও গতিশীলতা আনার বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরা হয়। উপস্থিতদের মতামত গ্রহণ করে নবাগত ইউএনও উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
ইউএনও মোঃ রফিকুল ইসলাম গোলাপগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করতে ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সেই সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আগামী নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে। কোন ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবেনা।তিনি সকল প্রার্থী ও তাদের সমর্থকদের আচরণবিধি মেনে চলার আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin