সোনাতলা বাজারে জুয়ার আস্তানায় পুলিশের অ ভি যা ন, গুঁড়িয়ে দেওয়া হলো আস্তানা
সিলেট নগরীর জালালাবাদ থানাধীন সোনাতলা বাজারের পূর্ব পাশে অবস্থিত হেলালের জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে তা গুঁড়িয়ে দিয়েছে থানা পুলিশ। জানা যায়, সোমবার সন্ধ্যার পর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন থানার এএসআই কামালসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ৪–৫ জন জুয়াড়ি দৌড়ে পালিয়ে যায়। এ সময় জুয়ার বিভিন্ন সরঞ্জাম আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলা হয় এবং জুয়ার আস্তানাটি ভেঙে দেওয়া হয়।

পুলিশ জানায়, এলাকায় জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এদিকে পুলিশের এ অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।