শেখ ফারুক আহমদ প্রবাসী সম্মাননা–২০২৫” এর পুরষ্কার পেলেন
ডেস্ক রিপোর্ট : ব্রিটেনে বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতে দীর্ঘদিন ধরে সমাজসেবা, শিক্ষা বিস্তার ও প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী শেখ ফারুক আহমদকে “প্রবাসী সম্মাননা–২০২৫” প্রদান করা হয়েছে । সিলেট জেলা প্রশাসনের আয়োজনে শনিবার ২৭ ডিসেম্বর সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক। এসময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন দেশের প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেখ ফারুক আহমদ যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত পরিচিত ও সম্মানিত একটি নাম। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মানবকল্যাণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সমস্যা, অধিকার ও দাবিদাওয়া আদায়ে তিনি ছিলেন সবসময় সোচ্চার এবং কার্যকর।
তিনি প্রেসিডেন্সিয়াল মেম্বার সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে-এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার পাশাপাশি পলাশ সেবা ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছেন। এছাড়াও তিনি হাউস অফ গিভিং ফাউন্ডেশন ইউকে-এর ট্রাস্টিশিপ ও আজীবন সদস্য, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট এবং জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট (ইউকে)-এর সঙ্গে সম্পৃক্ত থেকে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
তিনি রোটারি ক্লাব অফ জালালাবাদ-এর অভিষেক কমিটির সভাপতি (১৯৯৫), ইন্টার সিটি কনফারেন্স কমিটির দায়িত্ব পালন করেছেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮০ (১৯৯৪)।
সমাজসেবা, সাহিত্যচর্চা, শিক্ষা বিস্তার এবং প্রবাসী কমিউনিটির কল্যাণে তার বহুমুখী ও দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ “প্রবাসী সম্মাননা–২০২৫” প্রাপ্তিকে সংশ্লিষ্ট মহল একটি গৌরবময় ও সম্পূর্ণভাবে প্রাপ্য অর্জন হিসেবে দেখছেন। স্থানীয় সমাজকর্মী, শিক্ষাবিদ ও প্রবাসী নেতৃবৃন্দের মতে, শেখ ফারুক আহমদের এই সম্মাননা নতুন প্রজন্মের প্রবাসীদের দেশ ও সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin