শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শেখ ফারুক আহমদ প্রবাসী সম্মাননা–২০২৫” এর পুরষ্কার পেলেন 

স্টাফ রিপোর্টার / ৩৬ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

শেখ ফারুক আহমদ প্রবাসী সম্মাননা–২০২৫” এর পুরষ্কার পেলেন 

 

ডেস্ক রিপোর্ট : :: ব্রিটেনে বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতে দীর্ঘদিন ধরে সমাজসেবা, শিক্ষা বিস্তার ও প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী শেখ ফারুক আহমদকে “প্রবাসী সম্মাননা–২০২৫” প্রদান করা হয়েছে । সিলেট জেলা প্রশাসনের আয়োজনে শনিবার ২৭ ডিসেম্বর সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক। এসময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন দেশের প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

শেখ ফারুক আহমদ যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত পরিচিত ও সম্মানিত একটি নাম। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মানবকল্যাণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সমস্যা, অধিকার ও দাবিদাওয়া আদায়ে তিনি ছিলেন সবসময় সোচ্চার এবং কার্যকর।

 

তিনি প্রেসিডেন্সিয়াল মেম্বার সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে-এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার পাশাপাশি পলাশ সেবা ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছেন। এছাড়াও তিনি হাউস অফ গিভিং ফাউন্ডেশন ইউকে-এর ট্রাস্টিশিপ ও আজীবন সদস্য, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট এবং জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট (ইউকে)-এর সঙ্গে সম্পৃক্ত থেকে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

 

তিনি রোটারি ক্লাব অফ জালালাবাদ-এর অভিষেক কমিটির সভাপতি (১৯৯৫), ইন্টার সিটি কনফারেন্স কমিটির দায়িত্ব পালন করেছেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮০ (১৯৯৪)।

 

সমাজসেবা, সাহিত্যচর্চা, শিক্ষা বিস্তার এবং প্রবাসী কমিউনিটির কল্যাণে তার বহুমুখী ও দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ “প্রবাসী সম্মাননা–২০২৫” প্রাপ্তিকে সংশ্লিষ্ট মহল একটি গৌরবময় ও সম্পূর্ণভাবে প্রাপ্য অর্জন হিসেবে দেখছেন। স্থানীয় সমাজকর্মী, শিক্ষাবিদ ও প্রবাসী নেতৃবৃন্দের মতে, শেখ ফারুক আহমদের এই সম্মাননা নতুন প্রজন্মের প্রবাসীদের দেশ ও সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ