গোলাপগঞ্জে প্রবাসীর অর্থায়নে রাস্তায় মাটি ভরাটের কাজ সম্পন্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের গোলাপগঞ্জে স্পেন প্রবাসী ইউসুফ আলীর অর্থায়নে মরহুম সফর আলীর বাড়ি হতে সাহেব বাড়ি পর্যন্ত রাস্তার মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলার শরীফগঞ্জ ইউপির কালিকৃষ্ণপুর এলাকার রাস্তার মাটি ভরাটের কাজ পরিদর্শন করেন শরীফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এম কবির উদ্দিন।
এ সময় তাহার সাথে উপস্থিত ছিলেন- ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজান মিয়া, বিএনপি নেতা মুক্তার আলী, হাবিল মিয়া, স্পেন প্রবাসী মায়দুল হক, নুরে ফাতেমা ট্রাভেল্স এন্ড রেস্টুরেন্টের সত্বাধিকারী আসকর আলী, ২নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল আলী, সাবিহা এন্টারপ্রাইজের পরিচালক মো: নুরুন নবী সহ এলাকার যুবক ও মুরুব্বিয়ানবৃন্দ।
শরীফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এম কবির উদ্দিন জানান, প্রবাসীদের এমন মহতি সহযোগিতায় অন্যান্য প্রবাসীরাও অনুপ্রাণিত হবেন। এছাড়াও বাকি রাস্তা মাটি ভরাটের কাজ আমার ইউনিয়ন পরিষদ তথা সরকারি বরাদ্দ যতটুকু সম্ভব সহযোগীতা করব। রাস্তা সম্পূন্ন কাজ শেষ করতে প্রবাসীদের আরোও বেশি সহযোগিতা কামনা করেন তিনি।
স্থানীয় একাধিক সমাজসেবী ব্যক্তিরা বলেন, উন্নয়নবঞ্চিত এ রাস্তায় এলাকাবাসী নানা দুর্ভোগে চলা ফেরা করেন। এলাকার মানুষের দু:খ দুর্দশা লাঘবে প্রবাসী ইউসুফ আলী সহ অন্যান্য প্রবাসিরা সহযোগিতার হাত বাড়িয়েছেন। তাদের অর্থায়নে রাস্তায় মাটি ভরাট করা হয়েছে। এজন্য আমরা গ্রামবাসীর পক্ষথেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।