তাহিরপুর সীমান্তে ২৪টি ডেটনেটর উদ্ধার করেছে বিজিবি
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি ::দেশকে অস্থিতিশীল ও সীমান্তে বড় ধরনের নাশকতার জন্য আনা হয়েছে ডেটনেটর (বোমা ফাটনোর যন্ত্র)। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পলিথিন ও ডালপালা দিয়ে মোড়ানো অবস্থায় ২৪টি ডেটনেটর উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার সকাল ৮টার দিকে সুনামগঞ্জের বাংলাদেশ-ভারত সীমান্তের তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপি অধীনস্থ মাইজহাটি নামক এলাকা থেকে এসব বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়।
সুনামগঞ্জ ২৮ বিজিবি জানিয়েছেন, উদ্ধারকৃত ডেটনেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইম্প্রভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (IED) প্রস্তুত করা সম্ভব। বিজিবি আরও জানাই, দেশকে অস্থিতিশীল ও নাশকতার সৃষ্টির পরিকল্পনা অংশ হিসেবেই এধরনের বিস্ফোরক পদার্থ চোরাচালানের মাধ্যমে বাংলাদশেে নিয়ে আসা হয়ছে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্ত কড়া পাহারা রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা চোরাচালান রোধে বিজিবি অন্য যেকোনো সময়ের চেয়ে তৎপর।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin