কাল সিলেট আসছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা
এমদাদুর রহমান চৌধুরী জিয়া: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল শনিবার ২৭ ডিসেম্বর সিলেট আসছেন। বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা তাদের কর্মের মাধ্যমে দেশের অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
সিলেট জেলার প্রবাসীদের এসব অবদানকে স্বীকৃতি প্রদানের জন্য 'প্রবাসী সম্মাননা ২০২৫' এর আয়োজন করছে সিলেট জেলা প্রশাসন। উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০ টায় প্রবাসীদের সম্মানে নগরীর ক্বীন ব্রিজ থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হবে।
সকাল ১১ টায় নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে প্রবাসীদের সম্মাননা প্রদান এবং সন্ধ্যা ছয়টায় নগরীর সার্কিট হাউজে স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম প্রেরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin