হরিরামপুরে উচ্চস্বরে সাউন্ড বক্সের বাজানো নিষিদ্ধ করায় নিরীহ কৃষককে গুরতর জখম -মুখখুলেই প্রাণনাশের হুমকি।
মোহাম্মদ আলী, :: মানিকগঞ্জের হরিরামপুরে মুসলমানি অনুষ্ঠানে উচ্চস্বরে সাউন্ড বক্সের বাজানো নিষিদ্ধ করায় নিরীহ কৃষককে গুরতর জখম -মুখখুলেই প্রাণনাশের হুমকি।
ঘটনাসূত্রে জানা যায়,উপজেলার গোপিনাথপুর চরপারা রাসেল মিয়ার বাড়িতে মুসলমানির অনুষ্ঠানকে কেন্দ্র করে উচ্চস্বরে সাউন্ড বক্সে বাজানো নিষেধ করায় অত্র এলাকার মৃত আবুল হোসেনের পুত্র মোঃ আওয়াল হোসেন গত ১৯ তারিখ রাত আনুমানিক ১১.৩০ ঘটিকায় স্থানীয় কিছু বখাটে মাদক সেবনকারীরা অতর্কিত হামলা চালিয়ে গুরতরে আঘাত হানছে এবং বাড়িতে গিয়েও হুমকি ধামকি দিয়েছে বলে মন্তব্য ভুক্তভোগী পরিবারের।
আহত মোঃ আওয়াল হোসেন স্থানীয় সরকারি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে।

আক্রমণকারী হলো- অত্র এলাকার খলিল শিকদার এর পুত্র আকাশ, দুলাল মোল্লার ছোট ছেলে ফয়সাল ও বড় ছেলে মামুন ,খলিল শিকদার এর পুত্র বড় ছেলে লিটন,অভির পুত্র রাফি।
স্থানীয় সূত্রে আরো জানা যায়,মূলত-পার্শবর্তী রাসেল মিয়ার বাড়িতে জোরে সাউন্ড বক্স বাজানো হয়েছিলো মোঃ আওয়াল হোসেন নিষেধ করাতে বর্বরোচিত হামলা চালিয়েছে।
সূত্রে আরো জানান যায়,আক্রমনকারীরা প্রভাব খাটিয়ে থানায় লিখিত অভিযোগে ভিত্তিতে মামলা না নেওয়ার পায়তারা সহ সকল জায়গা ম্যানেজ করে গড়িমসি চালোনোর চেষ্টা করছে।
পরবর্তীতে ২১ তারিখে ভুক্তভোগীর স্ত্রী লতিফা ইয়াসমিন লাজুক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।ভুক্তভোগী পরিবারের জানান,আমার সাথে যে ঘটনা ঘটেছে তা যেন অন্য কারো সাথে না ঘটে এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোরদার দাবি জানাচ্ছি।
এবিষয় হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন জানান,এ বিষয়টি আমি অবগত আছি। ঘটনাস্থলে আমার থানা পুলিশ তদারকির জন্য গিয়েছিলো সামাজিকভাবে বিষয়টি মীমাংসা জন্য ভুক্তভোগী পরিবার জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin