সীমান্ত এলাকায় -আ/ত/ঙ্ক উদ্বেগ - সিলেটের পরশ তুহিন
সিলেট বুলেটিন ডেস্ক:: সিলেটের সীমান্ত পথেযেন দিন দিনে অনিরাপদ হয়ে উঠেছে। নিরাপদ রুট হিসেবে দীর্ঘদিন থেকে ব্যবহার করেই যাচ্ছে চোরাকারবারীরা। এসব পথ দিয়ে ভারত থেকে অবৈধপথে আসছে মাদক, অস্ত্র আর ভারতীয় অবৈধ পণ্য। সেই সাথে চুন থেকে পান কষলেই ভারতীয়রা বিনা বাধায় ধরে নিয়ে যায় মানুষ ও গবাদিপশু। পরে লাশ মিলছে সীমান্তের অপারের লোকালয় কিংবা জঙ্গলে।
সিলেটের সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি সীমান্তের অপার থেকে লাশ আনা, বিএসএফ’র উৎপাত ঠেকানো এবং অবৈধ চোরাচালান ঠেকাতে প্রতিবাদ পাঠানো আর পতাকা বৈঠকের মধ্যে সীমাবন্ধ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এদিকে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফের একটি দল প্রবেশ করে কৃষকদের ক্ষেত নষ্ট করার ঘটনা ঘটে।
জানা যায়, গত ২ নভেম্বর সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে কৃষকদের ফসল রক্ষায় দেওয়া খুঁটি উপড়ে ফেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি দল। বিষয়টি দেখে স্থানীয় লোকজন প্রতিবাদ জানান। দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে বিএসএফ সদস্যরা একটি স্পিডবোটে সীমান্ত এলাকা ছেড়ে যান। জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিজিবি বিএসএফকে ডেকে এনে বাংলাদেশের ভেতরে প্রবেশের ঘটনায় প্রতিবাদ জানায়। আবার যেন এমন ঘটনা না ঘটে, সে ব্যাপারে বিএসএফকে সতর্ক করা হয়েছে।
সূত্র জানায়, সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়া আদিবাসীদের গুলিতে বাংলাদেশি ২ যুবক নিহত হয়েছে। একই সাথে আহত হয়েছে আরেক যুবক। শুক্রবার (১৯ ডিসেম্বর) তুরং ও বরমসিদ্ধিপুর সীমান্তে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন—কোম্পানীগঞ্জের পূর্ব তুরং এলাকার আশিকুর রহমান ও একই ইউনিয়নের বরমসিদ্ধিপুর গ্রামের মো. ইয়াকুব উদ্দিন। এসময় পূর্ব তুরং এলাকার মোশাঈদ নামে একজন গুরুতর আহত হন।
নিহতদের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বেলা ১১ঘটিকার দিকে আশিকুর ও মোশাঈদ তুরং সীমান্ত এলাকায় গেলে, তাদের লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে ভারতীয় খাসিয়া আদিবাসীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় আশিকুর রহমানের। আহত মোশাঈদ সেখান থেকে পালিয়ে আসে। এর ঘণ্টাখানেক পর বরমসিদ্ধিপুর সীমান্ত এলাকায় যায় ইয়াকুব উদ্দিন। তাকে লক্ষ্য করেও গুলি ছোড়ে খাসিয়ারা। বেশ কয়েকটি গুলি তার গায়ে লাগে। পরে স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করে।
সিলেটের কানাইঘাটের লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে জামাল উদ্দিন নামে এক বাংলাদেশি যুবক শনিবার (২২ নভেম্বর) নিহত হয়েছেন। ওইদিন রাতে লোভাছড়া সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার কান্দলা (বাংলাটিলা) গ্রামের মৃত মকরম আলীর ছেলে। জামাল উদ্দিন শনিবার দুপুরে ভারতের অভ্যন্তরে সুপারি আনতে গেলে খাসিয়াদের গুলিতে গুরুতর আহত হন। এ অবস্থায় জামাল উদ্দিনের সঙ্গীরা তাকে বাংলাদেশের হাফারমুখ এলাকায় নিয়ে আসলে তিনি মারা যান।
সীমান্তবর্তী কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা সীমান্তে ভারতের অভ্যন্তরে অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) বিকালে দনা সীমান্তবর্তী ১৩৩৪নং মেইন পিলারের ভারতের ৩শ গজ ভেতরে এ ঘটনা ঘটে। সীমান্তবর্তী দনা পাতিছড়া গ্রামের আব্দুর রউফের ছেলে শাকিল আহমদসহ আরও দুই জন দনা সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের দনা খাসিয়া পুঞ্জিতে প্রবেশ করে সুপারি পাড়তে যায়। সে সময় অস্ত্রধারী খাসিয়ারা তাদের উপর গুলি করলে শাকিল আহমদ গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে তার সহযোগীরা বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
সেই সাথে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শুক্রবার (২৯ আগস্ট) রাতে আব্দুর রহমান (২৫) নামের এক যুবক নিহত হন। তিনি কানাইঘাট উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে। এঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতরা হলেন- জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক এবং জুমিল আহমদ। শুক্রবার রাতে কয়েকজন যুবক নিহত আব্দুর রহমানসহ কয়েকজন মহিষ আনতে গেলে বিএসএফ জওয়ানরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই সে মারা যায়।
এছাড়া সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটের লোভাছড়া সীমান্তে জামাল উদ্দিন (৪৫) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় খাসিয়ারা।শনিবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে লোভাছড়া সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কানাইঘাট থানা পুলিশ। নিহত জামাল উদ্দিন উদ্দিন ভারতের অভ্যন্তরে সুপারি বাগানে গিয়েছিলেন। সেখানে ভারতীয় খাসিয়ারা গুলি ছুড়লে তিনি আহত হন। আহতাবস্থায় তার সঙ্গীয়রা তাকে উদ্ধার করে সীমান্ত পার করার সময় তিনি মারা যান।
এদিকে, সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে সাহেদ মিয়া (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ৩ টার দিকে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের চোরাচালানের সঙ্গে জড়িত দুই গ্রুপের আধিপত্যের দ্বন্দ্বে এ ঘটনা ঘটে। নিহত সাহেদ মিয়া সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin