মানিকগঞ্জে-২ আসনে ত্রিমুখী ভোটের লড়াই।
মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানিকগঞ্জের -২ (হরিরামপুর -সিংগাইর ও সদর উপজেলার আংশিক-ভাড়ারিয়া ও হাটিপাড়া ইউনিয়ন নিয়ে গঠিত নির্বাচনী আসনে ভোটের ত্রিমুখী লড়াই। ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে সুশীল সমাজে নানামুখী গুনজন শোনা যাচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ভোটারদের মধ্যে ততই উদ্দীপনা ও উৎসাহ বাড়ছে।
বিগত ১৭ বছরে এদেশের মানুষ তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারিনি। কিন্তু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবছর উৎসব মুখর পরিবেশে সাধারণ মানুষ তাদের ভোটার অধিকার প্রোয়গের মাধ্যমে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।
মানিকগঞ্জ-২ আসনে জমে উঠেছে ত্রিমুখী ভোটের লড়াই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। তিনি প্রয়াত সাবেক শিল্পমন্ত্রী শামসুল ইসলাম খান (নয়া মিয়া) এর পুত্র। বিএনপির চেয়ারপার্সন কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সাংসদ।তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচনে লড়বেন এবং ধানের শীষ প্রতীকের সুনিশ্চিত বিজয় লাভের প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি তার নির্বাচনী আসনে মনোনয়ন দেওয়ার পূর্বে থেকেই জনমত তৈরি করার লক্ষে প্রচার -প্রচারণা সাধারণ মানুষের দৌড় প্রান্ত গিয়ে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাড়িয়েছেন।বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষে ৩১ দফা বাস্তবায়নে- মাঠ পর্যায়ে সর্বাত্মক কাজ করেছেন বলে মন্তব্য দলীয় নেতাকর্মীদের।
দলীয় নেতাকর্মীদের বাহিরেও তিনি সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে জনপ্রিয় মুখ। ভোটের মাঠ গুছাতে দিনরাত অবিরাম ছুটে চলেছেন ভোটারদের দ্বার প্রান্তে। ফ্যাসিস্ট ক্ষমতাসীন আওয়ামীলীগের দ্বারা নির্যাতিত ও কখনোই অন্যায়ের কাছে মথানত করেনি পরিছন্ন রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে সুপরিচিত।
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তার দল বিএনপি ক্ষমতায় গেলে সর্বপ্রথম নদীভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে কাজ করবেন। ইতিপূর্বে সারা দেশে নদী ভাঙ্গন নিয়ে নদী শাসনের কার্যক্রম নিয়ে আলোকপাত করা হয়েছে। দূর্গম চরাঞ্চলের কৃষি কাজে আধুনিকতাকরণে নানাবিধ মুখী উদ্যোগ্য নেওয়ার কথা জানিয়েছেন। স্বাস্থ্য খাতেও নেওয়া হবে চিকিৎসা সেবায় সরকারী ঋণ প্রদান।মসজিদ মন্দির গির্জা ধর্মীয় উপাসনালয়ের ইমাম- পুরোহিত ও ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের রাষ্টীয়ভাবে সম্মাননা দেওয়ার প্রতিশ্রুতি।
অন্যদিকে একই আসনে লড়বেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি- মুহাম্মদ জাহিদুর রহমান।তিনি দাড়ি পাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন এবং একটি জবাবদিহি ও গঠনমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি বর্তমানে ইবনে সিনা হসপিটালের সহ -পরিচালক হিসেবে কর্মরত আছেন।
ঢাকা ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে বিএ অর্নাস ও এমএ এবং ইতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আলিয়া মাদ্রাসা, ঢাকা হতে কামিল (হাদীস) কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।তিনি মনোনয়ন পাওয়ার অনেক আগে থেকেই বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত করেছেন।
তিনি সংসদীয় আসনে সরকার পতনের পরপরই সাধারণ মানুষের দৌড় প্রান্তে গিয়ে সর্বোপরি খোজ খবর রেখেছেন এবং একটি ইনসাফ ও জবাবদিহি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে মাঠে ময়দানে সর্বাত্মক কাজ করেছেন।তিনি প্রতিশ্রুতি হিসেবে সর্ব প্রথম(হেমায়েতপুর -সিংগাইর) সড়কের সংস্কার এবং নদীর ভাঙ্গনে স্থায়ী বাধ নির্মাণে নদী শাসনের কাজ করবেন।
দূর্গম চরাঞ্চলের কৃষি খাতে আধুনিক পদ্ধতিতে (অর্গানিক) চাষাবাদ ও আমদানি- রপ্তানি প্রক্রিয়া উন্নয়ন সাধন করা। হরিরামপুর উপজেলার বৃহত্তম ঝিটকা অঞ্চলের বানিজ্যিক আধুনিকতাকরণে সাব ফায়ার স্টেশন ও পানি নিষ্কাষনের ব্যবস্থা গ্রহন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অপরপক্ষে খেলাফতে মজলিস বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খেলাফতে মজলিস বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ সালাউদ্দিন।তিনি ঢাকা কলেজ থেকে বিএ,অর্নাস ও মাস্টার্স ও মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল (মাস্টার্স) এ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। তিনি বিগত সৈরাচারের আমলে নির্যাতিত ও কারাবরণ নেতা।
২৪ শের গনঅভ্যুথান (ছাত্র আন্দোলনের)এর সময় ও নানামুখী নির্যাতনের শিকার হয়েছেন। তিনি নির্বানী আসনেও দেয়ালঘড়ি পতীকে লড়াই করবেন এবং নির্বাচনী প্রচার-প্রচারনায় মাঠে ময়দানে সর্বাত্মক কাজ করেছেন। তিনি ইতিপূর্বে থেকেই সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন।দেয়ালঘড়ি প্রতীকে বিজয় লাভের প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin