হরিরামপুরে মৎস্য অভিযানে ইলেক্ট্রিক শখ জব্দ, আটক ৩ জন।
মোঃ বিল্লাল হোসেন, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি। মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা মৎস্য দপ্তর ও পুলিশের যৌথ অভিযানে মোবাইল কোর্টের ম্যাধমে ইলেক্ট্রিক শখ জব্দ ও ২ জনকে আটক করা হয়েছে। ২০ শে ডিসেম্বর শনিবার সকাল ৮ টা উপজেলার আন্ধারমানিক ঘাট সংলগ্ন পদ্ধার পাড়ে উপজেলা সহকারি কমিশনার (ভৃমি) ফাহিজা বিসরাত হোসেন এ অভিযান পরিচালনা করেন।
উল্লেখ্য, ৩ টি ১২ ভোল্টের পুরানো ব্যাটারি, ইলেকট্রিক ১০ ফিটের হাত ছুবনি, একটি ২৬৮০০০০ ওয়াটের আই পি এস সহ ৩ জন আটক। সূত্রে জানা যায়,আটককৃতরা হলো -( ১)মোঃ ইব্রাহিম শেখ(২৮) রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার রাখাল গাজি মো:জোনাব আলি শেখ এর পুত্র।
(২) সাইফুল শেখ (১৯)রাজবাড়ী জেলার একই গ্রামের আলাউদ্দিন শেখ এর পুত্র।
(৩) কাউছার সর্দার (১৩) পাবনা জেলার আমিনপুর উপজেলার ডালারচর গ্রামের মো: বাবুল সর্দারের পুত্র।
উল্লেখিত, আটকৃত ৩ জনের মধ্য কাউছার সর্দার অপ্রাপ্ত হওয়ায় বিশেষ বিবেচনার ম্যাধমে মুচলেকা দিয়ে ছেড়ে দেন।
এ বিষয়টি নিয়ে উপজেলা মৎস্য দপ্তর কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইকরাম সাংবাদিকদের জানান,আমাদের অভিযান অবহৃত চলমান থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin