সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অনেক জল্পনা-কল্পনার পর নতুন ইউএনও রফিকুল ইসলাম
কামাল খান :: সিলেটের গোলাপগঞ্জে আসছেন নতুন ইউএনও রফিকুল ইসলাম। তিনি নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র কমিশনার থেকে বদলী হয়ে আসছেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার (১১ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে জানা যায়, বিসিএস ক্যাডার নড়াইল জেলা প্রশাসকের সিনিয়র কমিশনার রফিকুল ইসলামকে ইউএনও হিসেবে গোলাপগঞ্জ উপজেলায় বদলী করা হয়। গত ১১ডিসেম্ভর মন্ত্রণালয় থেকে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করে তাকে এই বদলীর আদেশ জারি করা হয়।
গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, সম্ভবত আগামী রবিবার নতুন ইউএনও রফিকুল ইসলাম কর্মস্থলে যোগদান করতে পারেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin