সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২,আহত ২
কামাল খান :: সিলেটের গোলাপগঞ্জে বুধবার রাত সাড়ে ১১টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। উপজেলার ২নং সদর ইউনিয়নের তের মাইল এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপগঞ্জগামী একটি কালো টিভিএস মেট্রোপ্লাস ১১০ সিসি মোটরসাইকেলে দুই আরোহী ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি নাম্বারবিহীন কালো জিক্সার মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর মোটরসাইকেল দুটির আরোহীরা গুরুতর আহত হন।স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন গোয়াসপুর গ্রামের জিতু মিয়ার পুত্র সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক আইন বিশেষ সম্পাদক আব্দুল আহাদ (৪৩) ও রাণাপিং ছত্রিশ গ্রামের লাল মিয়ার পুত্র সাব্বির আহমদ (২৩)। গুরুতর আহত দুইজন চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।
গোলাপগঞ্জ মডেল থানার এস,আই আনন্দ চন্দ্র বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। গাড়ি দুটি থানায় আনা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।”
এ সময় ঘটনাস্থলেই সাব্বির আহমদ ও হাসপাতালে নেওয়ার পর আব্দুল আহাদের মৃত্যু হয়।
২জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এ এস পি বর্তমান সার্কেল অফিসার মোঃ শাহ আলম।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin