আগামী দুই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোন অবনতি হতে দেওয়া যাবে না – ডিসি সারওয়ার
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা রবিবার (১৪ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম সভায় সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তৃতায় জেলা ম্যাজিস্ট্রেট বলেন, আগামী দুই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোন অবনতি হতে দেওয়া যাবে না। পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার আরও জোরদার করতে হবে। চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, নির্বাচনে প্রার্থীদেরকে নির্বাচন কমিশন ঘোষিত আচরণ বিধিমালা মেনে চলতে হবে। এসময় তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের প্রচার সম্বলিত ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের ধন্যবাদ জানান।
সভায় জেলা প্রশাসক বলেন, যানজট নিরসনে ২০ ডিসেম্বরের মধ্যে নগরীর ভিতরের সিএনজি স্ট্যান্ড লালাদীঘির মাঠে সরিয়ে নেওয়া হবে। এসময় তিনি প্রবাসীদের বেদখল হওয়া ঘরবাড়ি উদ্ধার, ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা বন্ধ করা ও নির্ধারিত তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ, শীতকালীন অতিথি পাখি মারা বন্ধ, লাইসেন্সবিহীন অবৈধ হাসপাতাল বন্ধ করা, মুসল্লীদের নামাজের সুবিধার্থে ফজরের নামাজের পর পর্যন্ত ল্যাম্পপোস্টে আলো জ্বালিয়ে রাখা, অবৈধ বালু উত্তোলন ও টিলা কাটার বিরুদ্ধে অভিযান জোরদার করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন৷
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীনের সঞ্চালনায় সভায় পুলিশ সুপার কাজী আখতার উল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।