হরিরামপুরে ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি
মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:: হরিরামপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল শতবর্ষ উদযাপন উপলক্ষে নেওয়া হচ্ছে ব্যাপক পরিসরে প্রস্তুতি।
অত্র বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে মাঠে পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক ও ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব মোঃ আকিবুল খান।
এ সময় ধূলশুড়া , ইব্রাহিমপুর ও মোহনপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নিজাম খান,ইনিয়াত খান,ইলিয়াস খান ও শাহীন মির্ধা,মিরাজ খান এবং অনিক খান।
এছাড়াও বিদ্যালয়ের অসংখ্য ছাত্র-ছাত্রী পরিদর্শন কার্যক্রমে অংশ নেয়।
আসছে আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য আয়োজনে মধ্যে সাংস্কৃতিক সন্ধ্যা ও মূল অনুষ্ঠান।
বিশিষ্ট সমাজসেবক ও ন্যায়পরায়ন মোঃ আকিবুল খান জানান,ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল শতবর্ষ উদযাপন উপলক্ষে নেওয়া হচ্ছে ব্যাপক পরিসরে প্রস্তুতি।
তিনি আরো জানান, অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন আরো জানান,আসছে আগামী ১৩ ই ডিসেম্বর বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে দিনব্যাপি চলবে নানা আয়োজন ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং শতবর্ষের এই ঐতিহ্য, গৌরব ও স্মৃতিকে ঘিরে এলাকাবাসীর মাঝে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin