দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে,দুর্নীতি রুখে দিতে আগে নিজেকে পরিবর্তন করতে হবে- ----------------------- সিলেট বিভাগীয় কমিশনার
এমদাদুর রহমান চৌধুরী জিয়া:: সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে সরকারি সেবা সহজ করতে হবে। সেবার সকল তথ্য ওয়েবসাইটে ও সিটিজেন চার্টারে উম্মুক্ত রাখতে হবে। দুর্নীতি রুখে দিতে আগে নিজেকে পরিবর্তন করতে হবে এবং নিজের প্রতিষ্ঠানকে পরিবর্তন করতে হবে। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে সিলেটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন(দুদক) এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,দুর্নীতি একটি দেশকে সামগ্রিকভাবে ক্ষতবিক্ষত করে দেয়। আমাদের অনগ্রসরতার অন্যতম কারণ দুর্নীতি। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত দুর্নীতির বিস্তার ঘটেছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে যদি এরকম দুর্নীতি থাকে তবে রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারবে না। আগামী প্রজন্মের জন্য দুর্নীতিমুক্ত দেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, পরিবার থেকেই শিশুদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করতে হবে। স্কুল-কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক, আলোচনা সভা ও সমাবেশের আয়োজনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে ঘৃণা তৈরি করতে হবে।
দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের আপোসহীন মনোভাব সম্পর্কে তিনি বলেন, এদেশের তরুণরা দেখিয়ে দিয়েছে তারা অন্যায়, অনিয়ম, দুর্নীতি পছন্দ করে না। যেখানে দুর্নীতি হবে সেখানেই তরুণরা রুখে দাঁড়াবে। তরুণরা প্রমাণ করেছে তারা সমাজ পরিবর্তন করতে পারে। এসময় তরুণদের উপহার দেওয়া নতুন বাংলাদেশ যেন দুর্নীতির কারণে পিছিয়ে না যায় সে ব্যাপারে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি নাছির উদ্দীন আহমেদ, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, দুদক বিভাগীয় কার্যালয়ের পরিচালক রেভা হালদার ও সচেতন নাগরিক কমিটির সভাপতি এডভোকেট সৈয়দা শিরীন আক্তার বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন। এসময় সিলেটের বিভিন্ন সরকারি -বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট, রোভার স্কাউট ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
#
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin