পটুয়াখালী সদর উপজেলা সহ ৩ টি উপজেলায় যোগদান করলেন তিন নারী নির্বাহী কর্মকর্তা।
মোঃ মামুন হোসাইন,স্টাফ রিপোর্টার :: পটুয়াখালী সদর উপজেলা সহ ৩টি উপজেলায় ৩৭ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩টি উপজেলায় তিন জন মহিলা নির্বাহী অফিসার একই সময়ে যোগদান করেছেন। ৩ রা ডিসেম্বর মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসক ড. শহীদ মোহাম্মদ হোসেন চৌধুরী এর দপ্তরে ৩৭ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নতুন তিনজন উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করেছেন। যোগদানকৃত তিন নির্বাহী অফিসার হলেন, পটুয়াখালী সদর উপজেলায় রওজাতুন জান্নাত, মির্জাগঞ্জ উপজেলায় মোছাঃ মলিহা খানম, দুমকি উপজেলায় মোছাঃ ফরিদা সুলতানা।জেলা প্রশাসন সূত্রে জানাগেছে উক্ত তিন জন উপজেলা নির্বাহী অফিসারই ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের অফিসার। এ ছাড়াও জেলার রাঙ্গাবালী উপজেলায় মোঃ নাহিদ ভূঞা, বাউফল উপজেলায় সালেহ আহমেদ ও দশমিনা উপজেলায় মোঃ সাইফুল ইসলাম নতুন নির্বাহী অফিসার হিসেবে যোগদান করতে যাচ্ছেন বলে সংশ্লিস্ট সূত্রে জানাগেছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin