হরিরামপুরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম করায় থানায় মামলা-সাবেক ছাত্রদল নেতা মিরাজ হোসেন রাজ গ্রেফতার।
মোঃ বিল্লাল হোসেন (মানিকগঞ্জ) প্রতিনিধি ::: মানিকগঞ্জের হরিরামপুরে বিপ্লব হাসান(৩৫) এক ব্যবসায়ীকে পিটিয়ে জখম করায় থানায় মামলা -সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজ হোসেন রাজ গ্রেফতা করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার এসআই ইমদাদুল হক।
গত ২২ শে নভেম্বর ২০২৫ ইং এ সকাল আনুমানিক ৭.৩০ ঘটিকায় উপজেলার লেছড়াগঞ্জ বাজারস্থ মালেকের মুদির দোকানে বিপ্লব হাসান নামের একজন ক্ষুদ্র ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজ হোসেন রাজ ও চঞ্চল মির্জা এবং মিজান এমনটি মন্তব্য করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী বিপ্লব হাসান উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় গ্রামের বিল্লাল হোসেন পুত্র।অপরপক্ষে মিরাজ হোসেন রাজ একই উপজেলার আন্ধারমানিক গ্রামের মৃত আলতাফ হোসেনের পুত্র ও চঞ্চল মির্জা একই গ্রামের আতার পুত্র এবং মিজান অজ্ঞাত ফরিদপুর জেলা বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়,বিপ্লব হাসানের সাথে মিরাজ হোসেন রাজের পূর্বে বিভিন্ন বিষয়ে বিরোধ হয়েছিলো।স্থানীয় সূত্রে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, বিপ্লব হাসান নাস্তা করতেছিলো আর মিরাজ ও তার সহকর্মীরা প্রথমে অকাথ্য ভাষা গালি গালাজ করে এবং এক পর্যায়ে লাঠি ও বাশ দিয়ে তাকে গুরুতরভাবে জখম করেছেন।
ভুক্তভোগী আরো জানান, আমার দোকান থেকে ৮ হাজার টাকা ও রেডমি নোট -১৪ যাহার মূল্য ২৪০০০ টাকা ছিনতাই করে নিয়েছে মিরাজ হোসেন রাজ ও তার সহকর্মীরা ।
পরবর্তীতে স্থানীয়রা তাকে স্থানীয় হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করেন।ভুক্তভোগী বিপ্লব হাসান জানান, আমার ওপর অতর্কিত হামলায় চালিয়ে মিরাজ ও তার সহকর্মীরা আমাকে জখম করেছে।
মূলত আমাকে পরিকল্পিত হত্যা করার চেষ্টা করেছে। আমি নিরুপায় হয় পরবর্তী হরিরামপুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি। অপরপক্ষে মিরাজ হোসেন রাজের পরিবারের সাথে যোগাযোগ করতে গেলে পরিবারের পক্ষ হতে কোন ধরনের যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে হরিরামপুর থানার এসআই ইমদাদুল হক জানান,মূলত মারামারি ও চুরির ঘটনাকে কেন্দ্র করে ২ রা ডিসেম্বর থানায় একটি মামলা হয়েছে।
এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমান মুঠোফোনে জানান, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। আসামীকে কোর্টে পাঠানো হয়েছে।