শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

সিলেটে১৫শ দৌড়বিদের অংশগ্রহণে শুক্রবার হাফ ম্যারাথন

স্টাফ রিপোর্টার / ৭৮ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

সিলেটে১৫শ দৌড়বিদের অংশগ্রহণে শুক্রবার হাফ ম্যারাথন

 

স্পোর্টস রিপোর্টার : সিলেট রানার্স কমিউনিটির উদ্যোগে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিজা সিলেট হাফ ম্যারাথন ২০২৫।

 এ উপলক্ষে বুধবার ৩ ডিসেম্বর সিলেট নগরীতে অনুষ্ঠিত হয় মিট দ্য প্রেস। অনুষ্ঠানে আয়োজকেরা জানান, এ বছরের দৌড় প্রতিযোগিতায় মোট ১৫০০ দৌড়বিদ অংশ নেবেন। দুইটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন এবং ১০ কিলোমিটার রান।

বক্তারা জানান, ২০১৭ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে সিলেট রানার্স কমিউনিটি স্বাস্থ্যসচেতন সমাজ গঠন, দৌড়বিদদের দক্ষতা বৃদ্ধি এবং সিলেটের ঐতিহ্য সংস্কৃতিকে সামনে তুলে ধরতে বিভিন্ন দৌড় আয়োজন করে আসছে। ২০১৯ সালের সিলেট মিনি ম্যারাথনের মাধ্যমে বড় আয়োজনে প্রথম যাত্রা শুরু হয়। এরপর প্রতি বছরই সিলেটের ঐতিহ্যবাহী থিম নিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্র্যান্ডসল্যান্সার সিলেট হাফ ম্যারাথন, র‍্যাব ফোর্সেস সিলেট হাফ ম্যারাথন, ইউনিমার্ট সিলেট হাফ ম্যারাথন এবং সিলেট টেন কে ট্রেইল রানসহ একাধিক আন্তর্জাতিক মানের দৌড় প্রতিযোগিতা।

আগামী ৫ ডিসেম্বর শুক্রবার ভোর ৬টা থেকে ম্যারাথন শুরু হবে সিলেট সার্কিট হাউসের সামনে থেকে এবং শেষ হবে সিলেট বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনে। আয়োজকেরা জানান, ইভেন্ট পরিচালনা, রোড সেফটি, ফার্স্ট এইড ও ফিজিও সাপোর্টে থাকবেন ২৫০ জন প্রশিক্ষিত ভলান্টিয়ার। সমাপনী অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এ বছরের আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ফিজা।

‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট রানার্স কমিউনিটির অ্যাডমিন ডা. ওরাকাতুল জান্নাত, সৈয়দ ফজলুর রহিম সোহাগ, মো. হাসান আহমেদ, মো. সালেহ আহমদ ও সাইফুল আহমেদ। বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকমুক্ত ও সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করা, সিলেটের ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করা এবং দৌড়বিদদের পেশাদার প্ল্যাটফর্ম সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য।

আয়োজকেরা গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সাংবাদিকদের সহযোগিতা ভবিষ্যতেও সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ