সিলেটের নবাগত এসপির সাথে জাতীয় গণমাধ্যম কমিশনের সৌজন্য সাক্ষাৎ
কামাল খান :: সিলেট জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন কাজী আখতার উল আলম।গত রবিবার (৩০ নভেম্বর) সিলেটের নবাগত এসপি মহোদয়ের সাথে জাতীয় ভিত্তিক সরকারী নিবন্ধিত সংগঠন- 'সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন' এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় সিলেট বিভাগ ও জেলা কমিটির তালিকা হস্তান্তর করা হয় এবং আগামী২০ ডিসেম্বর সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য নবাগত এসপি কাজী আখতার উল আলমের হাতে দাওয়াত পত্র হস্তান্তর করা হয়।
সিলেটের নবাগত এসপি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন কবি ও সিনিয়র সাংবাদিক সুনির্মল সেন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন'র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান, দৈনিক ভোরের পাতা'র সিলেট ব্যুরো প্রধান জয়নাল আবেদীন, দৈনিক মাতৃজগত'র সিলেট ব্যুরো প্রধান ও অনলাইন নিউজ পোর্টাল 'সিলেটের বারুদ' এর সম্পাদক ফয়ছল কাদির, সার্জন টিভির পরিচালক মো: জুবের আহমদ সার্জন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু,সাপ্তাহিক তদন্তরিপোর্ট পত্রিকার সিলেট ব্যুরো প্রধান মনসুর আহমদ শাপলু প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin