দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জের হাটিপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার :: দেশের রাজনৈতিক অঙ্গনে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যখন উত্তাপ বাড়ছে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ঘিরে দলীয় নেতা–কর্মীদের মধ্যে উদ্বেগ গভীর হচ্ছে—তখন মানিকগঞ্জে তার আরোগ্য কামনায় মানিকগঞ্জের সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল।
সোমবার (১ ডিসেম্বর ) হাটিপাড়া ঈদরাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হাটিপাড়া ইউনিয়ন বিএনপি উদ্যোগে জেলা ছাত্রদলের সাবেক এজিএস মোঃ মিজানুর রহমান ও সদর থানা যুবদলের সদস্য মোঃ আহাদের ব্যবস্থাপনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত পরিচালনার সময় উপস্থিত সবার মাঝে ছিল আবেগঘন পরিবেশ।দোয়া মাহফিলে আরও স্মরণ করা হয় বিএনপির প্রয়াতমন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশীদ খান মুন্নুকে।তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।উপস্থিত বক্তরা জানান, দেশমাতা বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার সুস্থতা আজ দেশের গণতন্ত্রকামী মানুষের প্রধান প্রত্যাশা।”
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin