ছাতক থানা মসজিদের সংস্কার ও মুসল্লিদের জন্য মসজিদ বড় করার উদ্যোগ নিয়েছেন ওসি শফিকুল ইসলাম খান
সেলিম মাহবুবঃ ছাতকে থানা মসজিদের সংস্কার ও বড় করার জন্য সোমবার বাদ যোহর মসজিদের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন ওসি শফিকুল ইসলাম খান ও ওসি তদন্ত অপারেশন রঞ্জন কুমার ঘোষ।ভিত্তিপ্রস্তরস্থাপন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও মসজিদ কমিটির সেক্রেটারী হাজী নিজাম উদ্দিন, ছাতক পাথর সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী আবুল হাসান, ব্যবসায়ী হাজী বাবুল মিয়া, হাজী লিলু মিয়া, ছাতক মধ্যে বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আব্দুল হাই কালা মিয়া, সাবেক কাউন্সিলর হাজী ছালেক মিয়া, ব্যবসায়ী আদনান হোসেন মিজান, নাজমুল হাসান জুয়েল, এম শাহরিয়ার তারেক, কবির আহমদ সহ থানায় কর্মরত এসআই এএসআই ও পুলিশ সদস্য বৃন্দ। ভিত্তিপ্রস্তর শেষে মোনাজাত করেন থানা মসজিদের ইমাম মাওলানা জামিল আহমদ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin