ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী-রামপুর গ্রামে বিএনপির উঠান বৈঠক
সেলিম মাহবুব,ছাতকঃ :: ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী-রামপুর গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের ধানের শীষের সমর্থনে শুক্রবার ২১ নভেম্বর সন্ধ্যায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিনের সভাপতিত্বে ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য দিল হুসেন মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাস্টার ফজলুল করিম বকুল।
প্রধান অতিথির বক্তৃতায় বকুল বলেন, দেশের গনতন্ত্র রক্ষার স্বার্থে ধানের শীষের প্রার্থী কে বিজয়ী করতে দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন একজন ভালো মানুষ, আমারা ছাতক-দোয়ারাবাজার বাসী ভাগ্যবান যে দল একজন ভালো সৎও উচ্চশিক্ষিত মানুষকে মনোনয়ন দিয়েছে।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, আহবায়ক কমিটির সদস্য দিদার আলম মেম্বার।
আরো বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি নওশাদ আলী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, শ্রমিকদলের আব্দুল খালিক।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রউফ, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সাবেক সহ-সভাপতি মোঃ শানুর উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার পারভেজ, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা মোঃ নজির আহমদ প্রমুখ।##
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin