বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে হরিরামপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:: মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ শে নভেম্বর শুক্রবার উপজেলার দড়িকান্দি সারোয়ার হোসেন হাফেজিয়া আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ সোহেল রানা বাবু এর সার্বিক তত্বাবধানে উক্ত প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর জিয়া পরিষদের সহ-সভাপতি -সোহাগ হাসান খান,হরিরামপুর থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজান,শিবালয় সাবেক ছাত্রদলের সভাপতি পংকজ সরকার জয়,লেছড়াগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মিশন চৌধুরী।
এছাড়াও স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাবেক ছাত্র নেতা সোহেল বাবু জানান,তারুণ্যর আইডল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি এবং আগামী রাষ্ট্র বির্নিমানে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ দলমত নির্বিশেষে সর্বাত্মক মাঠে ময়দানে কার্যক্রম পরিচালনা অবহৃত থাকবে। সর্বোপরি দেশ ও জাতির মঙ্গলে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin