এসএমপি ডিবির অভিযানে ৯০ বস্তা অবৈধ ভারতীয় জিরা ও ০১টি হাইড্রোলিক ট্রাকসহ ০২ (দুই) জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার:: সিলেটের এয়ারপোর্ট রোডে শনিবার (২১ নভেম্বর ২০২৫)আনুমানিক সকাল ০৬.১০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা সাকিনস্থ সবুজ সংঘ ব্রিজের পূর্ব পাশে কোম্পানীগঞ্জ-সিলেটগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৯০ বস্তা অবৈধ ভারতীয় জিরা যার আনুমানিক মূল্য-১৩,৫০,০০০/- (তের লক্ষ পঞ্চাশ হাজার) টাকাসহ ০২(দুই) জন'কে আটক করেন। আটককৃতরাঃ ১। মোঃ জুনেল আহমদ (২৯), পিতা-শাহাব উদ্দিন, মাতা-মনোয়ারা বেগম, সাং-বিছানাকান্দি, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট,২। মোঃ মুরাদ আলী (২১), পিতা-মোঃ ওয়াহিদ মিয়া, মাতা-জহুরা খাতুন, সাং-উপরগ্রাম, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট।
জব্দকৃত মালামালঃ (ক) ৯০ বস্তায় ২,৭০০ কেজি অবৈধ ভারতীয় জিরা, যার আনুমানিক মূল্য ১৩,৫০,০০০/- (তের লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, (খ) ০১টি হাইড্রোলিক ট্রাক, যার রেজিঃ নং— সিলেট মেট্রো-ড-১১-০১১৩, চেসিস নং— MC2C8CRCOHM389078, ইঞ্জিন নং-E413CDHM179141।
উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানায় মামলা নং-১৭, তারিখ- ২১/১১/২০২৫খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের 25B(1)(B)/25D রুজু হয়। আসামি'দের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin