শাহপরান(রহঃ) থানা পুলিশের অভিযানে ১লক্ষ ৭৮ হাজার ৫০০ টাকার অবৈধ ভারতীয় পেয়াজ ও ১টি ডিআই পিকআপসহ ১জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার:: রবিবার (১৬ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ০৬.৩৫ ঘটিকায় শাহপরান (রহঃ) থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে শাহপরান (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ)/সৈয়দ ফখরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে শাহপরান (রহঃ) থানাধীন খাদিম শাহপরান উপশহর খ্রিষ্টান মিশনারী সংলগ্ন শাহী মার্কেট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১টি ডিআই পিকআপ ও ৪২ বস্তা অবৈধ ভারতীয় পেয়াজসহ ফাহিম আহমদ (২২), পিতা- সিরাজুল হক, সাং- হাজরাই বারহাল, ডাকঘর- লাফনাউট, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট‘কে আটক করেন।
আটককৃত মালামালঃ (ক) ০১ টি রেজিস্ট্রেশন বিহীন ডিআই পিকআপ যার চেসিস নং-MAT374441E9R04482, ইঞ্জিন নং- অস্পষ্ট,(খ) ৪২ বস্তায় মোট ২১০০ কেজি অবৈধ ভারতীয় পেয়াজ যার আনুমানিক মূল্য-১,৭৮,৫০০ (একলক্ষ আটাত্তর হাজার পাঁচশত) টাকা। উক্ত ঘটনার বিষয়ে শাহপরান(রহঃ) থানার মামলা নং-২২,তারিখ-১৬/১১/২০২৫খ্রিঃ,ধারা-25B(1)(b)/25D The Special Powers Act, 1974 রুজু হয়।আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।