প্রকাশিত সংবাদের প্রতিবাদ
কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে গত ১৫ নভেম্বর প্রকাশিত ‘২নং পশ্চিম জাফলংয়ে এস আই তারিকুলকে ম্যনেজ করে চলেছে চোরাচালান ও বালু উত্তোলন!’
শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গোয়াইনঘাট থানার পশ্চিম জাফলং ইউনিয়নের বিট পুলিশ অফিসার এসআই তারিকুল।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বার্তায় তিনি উল্লেখ করেন, তিনি বর্তমান কর্মস্থলে যোগ দেওয়ার পর থেকে অবৈধ বালু উত্তোলন এবং চোরাচালান প্রতিরোধে সর্বশক্তি দিয়ে কাজ করছেন। স্থানীয় সচেতন মহলের সহযোগীতায় তিনি অনেকটাই সফল এবং আগের চেয়ে চোরাচালান ও বালু উত্তোলন অনেকটাই কমে এসেছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট কোনো চোরাই সিন্ডিকেট ওই প্রতিবেদনের প্রতিবেদককে ভুল তথ্য দিয়ে প্রভাবিত করে মানহানিকর একটি প্রতিবেদন তৈরি ও প্রকাশ করেছেন।
প্রতিবেদনটি মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদীত, কেবল মাত্র হীন উদ্দেশ্য চরিতার্থ করতেই কোনো বিশেষ কুচক্রি মহল তাকে অপদস্থ করতে এই প্রতিবেদন তৈরি ও প্রকাশ করেছে বলে মনে করছেন তারিকুল। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।পাশাপাশি তার প্রতিবাদটি গুরুত্ব সহকারে প্রকাশের দাবি জানিয়েছেন।বিজ্ঞপ্তি