এসএমপি ডিবির অভিযানে ২লক্ষ ৯৬হাজার ২৫০ টাকার অবৈধ ভারতীয় পেঁয়াজসহ ১জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার:: শনিবার (১৫ নভেম্বর ২০২৫) তারিখ আনুমানিক দুপুর ১ টা.৫০ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশ শাহপরান (রহঃ) থানাধীন সুরমা গেইট বাইপাশ সংলগ্ন সিলেট তামাবিল রোডস্থ নেছারাবাদ নার্সারীর সামনে চেক পোস্ট পরিচালনা করাকালে ৩হাজার ৯৫০কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ যার আনুমানিক মূল্য ২লক্ষ ৯৬হাজার ২৫০টাকা সহ মোঃ আল-আমিন (৩০), সাং-সাদারপাড়া কলোনী, থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট‘কে আটক করা হয়।
জব্দকৃত মালামালঃ (ক) একটি পিকআপ গাড়ী যার রেজিঃ ঢাকা মেট্রো-ন-১৪-৮৭১০, চেসিস নং-MAT367177B8R01481, ইঞ্জিন নং-497SPTC35AYY601659, (খ) ৩,৯৫০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়ধীন।