এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১লক্ষ ৮০ হাজার টাকার ৬০টি ভারতীয় কম্বল ও ১টি সিএনজিসহ ২জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার:: শনিবার (১৫ নভেম্বর ২০২৫ ) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটের সময় আম্বরখানা পুলিশ ফাঁড়ির অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন বলবাগানীস্থ মাজেদ হোন্ডা ওয়ার্কশপ নামীয় দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১টি সিএনজি ও ১টি ভারতীয় কম্বলসহ আকিক মিয়া (৩৫)‘কে আটক করা হয়। পরবর্তীতে, গ্রেফতারকৃত আসামীর মৌখিক তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন কলবাখানীস্থ আজিজ ভিলা নামীয় বাড়ির ২য় তলায় অভিযান পরিচালনা করে ১২বস্তায় ৫৯টি ভারতীয় কম্বলসহ মোঃ কবির (৫২)‘কে আটক করা হয়।
আটককৃতরা: মোঃ কবির (৫২), পিতা-মোশারফ হোসেন, সাং-শরীফাবাদ, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর; বর্তমান ঠিকানা-বাড়ি নং-০১, কলবাখানী, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, আকিক মিয়া (৩৫), পিতা-মোঃ সিরাজ মিয়া, সাং-গোয়াইপাড়া, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।
জব্দকৃত মালামালঃ ক) ১টি সিএনজি, রেজিঃ নং– সিলেট- খ- ১১-৮৬৬০, ইঞ্জিন নং-AAMBMF-13842, চেসিস নং-AFFBMF-04294, খ) মোট ৬০টি ভারতীয় কম্বল, আনুমানিক মূল্য-১ লক্ষ ৮০হাজার টাকা।
উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-১১,তারিখ-১৬/১১/২০২৫খ্রিঃ,ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইন এর 25B(1)(B)/25D রুজু হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin