শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ফের গোয়াইনঘাটে  চোরাচালান  ব্যবসা চলছে বেপরোয়া গতিতে!

স্টাফ রিপোর্টার / ১৭৭ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং সীমান্তের চোরাচালান ব্যবসার নিরাপদ রোড় মাতুরতল টু গোয়াইনঘাট সড়ক 

 

বিশেষ প্রতিবেদক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নে ফের চোরাচালান অস্ত্র ও অবৈধ বালু উত্তোলনের হিড়িক পড়েছে।

এসআই তারিকুল যোগদানের পর থেকে চোরাচালান অস্ত্র ও অবৈধ বালু উত্তোলন শুরু হয়েছে।একক্ষমতাধর এসআই মহরম বদলি আরেক ক্ষমতাধর এসআই তারিকুল যোগদানের ফলে তারই যোগসাজশে মিলেমিশ করে চলেছে,হাজিপুর উওর প্রতাপপুর ও মনরতল পিয়াইন নদী সংগ্লগন এলাকা থেকে অবাধে লুট হচ্ছে বালু। স্থানীয় একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে প্রতিদিন লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করে প্রতিফুটে ১০ টাকা হারে টাকা উত্তলন করে আসছে। দিনে রাতে দেদারসে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে নৌকা যোগে ড্রেজার মেশিন দিয়ে বালু উওোলন করায় নদী পাড়ের শত শত বিঘা ফসলী জমি বাড়িঘর হুমকিতে পড়েছে। উপজেলার হাজিপুর এলাকার উওর প্রতাপপুর এবং মনরতল এলাকায় পিয়াইন নদীতে চলছে অবৈধ এ কর্মযজ্ঞ।

অবৈধভাবে বালু লুটের ফলে নদীর তীরবর্তী গ্রামগুলোতে ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে। তেমনি ইজারা বহির্ভূত জায়গা থেকে দেদারসে বালু উওোলনের ফলে বিপুল অংকের রাজস্ব হারাচ্ছে রাজস্ব বোর্ড।স্থানীয়রা অবৈধভাবে বালু উওোলনের নৌকা ও ড্রেজার বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

 

অভিযোগ উঠেছে,গোয়াইনঘাট থানার স্থানীয় ইউনিয়নে দায়িত্বরত নবনিযুক্ত বিট পুলিশ অফিসার তারিকুলকে ম্যানেজ করেই নতুন করে চলছে চোরাচালান বালু লুট। চোরাচালানের পয়েন্ট গুলো হচ্ছে প্রতাপপুর, হাজিপুর, পান্তূমাই, বাবুর কোনা, পান্তূমাই সোনার হাট,সহ বিভিন্ন পয়েন্ট দিয়ে দেদারসে আসছে ভারতীয় পন্য। ভারতীয় পন্য হচ্ছে চিনি, চা পাতা, কিট, মাদক, অস্ত্র, ইয়াবা, ফেন্সিডিল, শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, জিরা গুড়া মসলা, কসমেটিক, নাসিরউদ্দিন বিড়ি,

এসব পণ্য সামগ্রী থেকে মোটা অংকের টাকার বিনিময়ে দেখেও না দেখার ভান করে থাকেন এসআই মহরম

 

সাদাপাথর ও জাফলং জিরো পয়েন্টের সৌন্দর্য ফেরাতে প্রশাসনের তৎপরতার মাঝেই গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধ বালু উত্তোলন বেড়ে গেছে কয়েকগুণ। দিন-রাত নৌকা দিয়ে ড্রেজার, লিস্টার ও বোমা মেশিনে চলছে এ বালু লুট।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে সবচেয়ে বেশি বালু উত্তোলন হচ্ছে পশ্চিম জাফলং ইউনিয়নের হাজিপুর, উত্তর প্রতাপপুর হাজিপুর পিয়াইন ও মনরতল নদী থেকে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী একটি চক্র প্রতিদিন লাখ লাখ ঘনফুট বালু তুলছে, যার বাজারমূল্য প্রায় কোটি টাকার উপরে।

 

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্রই রাতের আঁধারে যন্ত্র ব্যবহার করে এবং স্থানীয় প্রশাসনের বিট অফিসার এস আই তারিকুলের যোগসাজশে এই বালু উত্তোলন করছে। তাছাড়া বিট অফিসার তারিকুল নিজে দাড়িয়ে থেকে এ বালু উত্তোলন উপভোগ করেন। বিশেষ সূত্রে জানা যায়

স্থানীয় ও জেলার সাংবাদিকদের সঙ্গে এসআই তারিকুলের মিটহয় সাপ্তাহিক বখরা দেওয়ার চোরাচালান ও বালু উত্তোলনের কোনভাবেই সংবাদ যেন প্রকাশ করা না হয় এবিষয়ে খেয়াল রাখতে হবে।

এদিকে সর্বশেষ উপজেলার ১২নং সদর ইউনিয়নের এলাকায় ইজারা বহির্ভূত বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৪ জন শ্রমিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃত শ্রমিকদের মধ্যে ১২ জনকে ৩ মাস ও ২ জনকে ১ মাস করে মাটি ও বালুমহাল আইনে কারাদণ্ড দেওয়া হয়েছে। এরপর দুই চার দিন বন্ধ থাকলেও এখন আর থেমে নেই চোরাচালান অস্ত্র ও অবৈধ বালু উত্তোলন।

এবিষয়ে জানতে এসআই তারিকুল এর মুঠোফোনে একাধিক কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ