গোয়াইনঘাটে বালু খেকুদের তাণ্ডব: রেহাই নেই মন্দিরও, অ ভি যোগ যুবকের-
বিশেষ প্রতিবেদক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নে বালু খেকুদের তাণ্ডব দিন দিন বেড়েই চলেছে। তাদের ভয়াবহ কর্মকাণ্ড থেকে রেহাই পাচ্ছে না স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এমনকি মন্দিরও।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সনাতনী যুবক তার ক্ষোভ প্রকাশ করে বলেন,আমরা নিরিহ মানুষ। কিছু বললেই তারা গদা, লাঠি, দা নিয়ে আসে। আমাদের মন্দিরও রক্ষা করতে পারছি না—তাহলে ঘরবাড়ি কীভাবে রক্ষা করব?
স্থানীয় সূত্রে জানা গেছে, এসব চাঁদাবাজির মূল নায়ক হিসেবে অভিযুক্ত হচ্ছেন বর্তমান ভিট অফিসার এসআই ফারুক। তার প্রত্যক্ষ আশ্রয় ও সহযোগিতায় এই তাণ্ডব চলছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বালু খেকুদের অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন।
একটি ফেসবুক পোস্টে বলা হয়,গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের চাঁদাবাজির কিছু নমুনা তুলে ধরলাম। এই ভিডিও দেখে বুঝতে পারবেন, চাঁদাবাজদের হাতে সংখ্যালঘুরা কতটা অসহায়। এমনকি তাদের মন্দিরও নিরাপদ নয়। খবর নিয়ে জানতে পারলাম, এসব চাঁদাবাজির মূল নায়ক হচ্ছেন বর্তমান ভিট অফিসার এসআই ফারুক।
স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে বালু খেকুদের এ তাণ্ডব বন্ধ হয় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin