#জন্মনিবন্ধনবিহীন পথশিশু ও পাচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন#
এমদাদুর রহমান চৌধুরী জিয়া: টিসিভি (TCV) এর পূর্ণরূপ হলো টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। এটি টাইফয়েড জ্বর প্রতিরোধে ব্যবহৃত এই টিকা যা টাইফয়েড সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এই টিকায় ব্যাকটেরিয়ার একটি অংশকে একটি প্রোটিন ক্যারিয়ারের সাথে যুক্ত করে তৈরি করা হয়।
এ ভ্যাকসিন শক্তিশালী রোগ প্রতিরোধক প্রতিক্রিয়া তৈরি করতে সাহায্য করে।
TCV-এর পুরো নাম: টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (Typhoid Conjugate Vaccine)।
সিলেট মহনগরীর শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী-অস্থায়ী টিকা কেন্দ্রের পাশাপাশি এখন দরিদ্র, ছিন্নমূল ও পথশিশুদের মাঝে টাইফয়েড টিকা কার্যক্রম চলছে।
টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যম্পেইনের অংশ হিসেবে সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে সিলেট মহানগরীর জিন্দাবাজার, চৌহাট্টা ও বন্দরবাজার এলাকায় জন্মনিবন্ধনবিহীন পথশিশু ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ১৫ বছরের কম বয়সীশিশুদের টাইফয়েড টিকা প্রদান করা হয়। এ কর্মসূচি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।
পথশিশুদের মাঝে টিকাদান কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, ইউনিসেফের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট নভোজ্যোতি দেব, সিসিকের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সাইফুল ইসলাম, মো. আব্দুল মুমিত, ভ্যাকসিনেটর আব্দুল খালেক প্রমুখ।
গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া টিকাদান ক্যম্পেইনে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ৬২ হাজার ৫২২ জন শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকার আওতায় আনা হচ্ছে। ইউনিসেফ ও ওয়ার্ল্ড হেল্থ প্রোগ্রামের আওতায় মাসব্যাপী এই টিকাদান কর্মসূচিতে মহানগরীর ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেক নবম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েডের টিকা প্রদান চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin