সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম বলেছেন, যে কোনো মূল্যে কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা ধ্বংস করে অবৈধ পাথর উত্তোলন বন্ধ করা হবে।
স্টাফ রিপোর্টার:: জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় সোমবার ১০ নভেম্বর ২০২৫ এ আলোচিত শাহ আরফিন টিলায় সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমের অভিযান, পরিবেশ বিধ্বংসী ৮টি অবৈধ বোমা মেশিন ধ্বংস।
আবারও পাথর ও বালু লুটের মহোৎসব শুরু হয়েছে সিলেটের পাথর ও বালু কোয়ারি গুলোতে।
জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় সোমবার ১০ নভেম্বর ২০২৫ এ আলোচিত শাহ আরফিন টিলায় সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমের অভিযান, পরিবেশ বিধ্বংসী ৮টি অবৈধ বোমা মেশিন ধ্বংস।
সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম বলেছেন, যে কোনো মূল্যে কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা ধ্বংস করে অবৈধ পাথর উত্তোলন বন্ধ করা হবে। একটি শক্তিশালী চক্র টিলাটি ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এ কাজে যারা জড়িত, যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। এমনকি স্থানীয় জনপ্রতিনিধিরাও জবাবদিহির আওতায় আসবেন, কারণ- তারা জনগণের পাশাপাশি সরকারেরও প্রতিনিধি।
জেলা প্রশাসক আরও বলেন, ওসিকে মামলা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলন বন্ধে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিচ্ছি। অপরাধী চক্র যতই শক্তিশালী হোক, রেহাই নেই।
তিনি জানান, পাথর পরিবহনে ব্যবহৃত রাস্তাগুলো ব্লক করে দেওয়া হবে, এবং পাথর ভাঙার কাজে জড়িত স্টোন ক্রাশার মালের মালিকদের বিরুদ্ধেও মামলা করা হবে। সেই সঙ্গে সব সরঞ্জাম বাজেয়াপ্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক।।
তিনি জানান, পাথর পরিবহনে ব্যবহৃত রাস্তাগুলো ব্লক করে দেওয়া হবে, এবং পাথর ভাঙার কাজে জড়িত স্টোন ক্রাশার মালের মালিকদের বিরুদ্ধেও মামলা করা হবে। সেই সঙ্গে সব সরঞ্জাম বাজেয়াপ্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন
জেলা প্রশাসক।