বাংলাদেশ জাতীয় পাটি (বিজেপি) দলীয় প্রতিক গরুর গাড়ি মার্কার সমর্থনে প্রচারণা র্যালি করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ
সেলিম মাহবুবঃ আপনাদের প্রতিটি ভোট নিয়ে আসতে পারে পরিবর্তন এমন স্লোগানে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এর দলীয় প্রতীক "গরুর গাড়ি" মার্কার "প্রচারণা র্যালি" করে বিজেপির অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ। র্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ'র কেন্দ্রীয় কমিটির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব তওসীফ মুস্তফা ত্বকী, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মশিউর রহমান জিসান, সদস্য সচিব সালমান হোসাইন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। র্যালি শুরুর আগে এক সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব তওসীফ মুস্তফা ত্বকী এবং ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি সালমান হোসাইন। বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, আন্দালিব রহমান পার্থ তার ব্যাক্তি ইমেজ এবং বলিষ্ঠ কণ্ঠস্বরের মাধ্যমে ইতোমধ্যে জনমনে জায়গা করে নিয়েছেন। তার নির্বাচনে জয়লাভ করার জন্য অন্য কোনো দল কিংবা গোষ্ঠীর ওপরে নির্ভর করতে হয় না। এছাড়া সাইফুল ইসলাম আরও বলেন বাংলাদেশের মানুষ গুপ্ত রাজনীতি দেখতে চায় না, বিভিন্ন জায়গায় নির্বাচনে জেতার জন্য যারা জান্নাতের টিকিট বিক্রি শুরু করেছেন তাদেরকে এদেশের জনগণ কখনো রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না, ধর্মের দোহাই দিয়ে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার হীন চেষ্টা রুখে দিবে জনগণ। র্যালিটি গুলশান ডিসিসি মার্কেট প্রাঙ্গন থেকে শুরু হয়ে কামাল আতাতুর্ক সড়ক হয়ে বনানী সুপার মার্কেট প্রদক্ষিণ করে শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin