ছাতকের লেখক ইঞ্জিনিয়ার কুতুব উদ্দিনের "ছিলটি ভাষা আন্দোলনের ইতিহাস" প্রকাশিত
সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকের নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের বাসিন্দা লেখক "ছিলেটি ভাষা সৈনিক" ইঞ্জিনিয়ার কুতুব উদ্দিন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, ছিলেটি ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য। তিনিই ছাতকের প্রথম ব্যক্তি যিনি ছিলটি ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য ভবিষ্যত প্রজন্মের মাঝে ছিলেটি ভাষার বর্ণমালা তুলে ধরেন।
ছাতকের মানুষের কাছে ছিলেটি ভাষার বর্ণমালা পরিচয় করিয়ে দেয়ার জন্য তিনি এ পর্যন্ত একটি কমিটি,ছিলেটি ভাষার বর্ণমালা অঙ্কিত দুটি দেয়াল, ছিলেটি ভাষার বর্ণমালা "নাগরি বর্ণমালায়" নিজের গ্রামের নামে একটি "স্বাগতম বারকাহন" সাইনবোর্ড লিখান।
এছাড়া তিনি নোয়ারাই ইউনিয়নের হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ে দুটি ছিলেটি ভাষার নাগরি বর্ণমালা শিখা প্রতিযোগিতার আয়োজন করেন। আয়োজন শেষে বিজয়ী দের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। ছিলেটি ভাষা প্রচারে বিশেষ অবদান রাখায় তিনি গত ৩০শে সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি ইতিহাসবিদ ড. মুমিনুল হক পুরস্কারে ভূষিত হন।
তিনি লিখেছেন "ছিলটি ভাষা আন্দোলনের ইতিহাস"নামের একটি বই। সম্প্রতি এ বইটি প্রকাশিত হয়েছে।লেখকের নামঃ ইঞ্জিনিয়ার কুতুব উদ্দিন গ্রন্থের নামঃ ছিলটি ভাষা আন্দোলনের ইতিহাস প্রকাশকঃ জসিম বুক হাউজ, আম্বরখানা পয়েন্ট, সিলেট। (০১৭৩৪৯২১১৩৫) প্রচ্ছদঃ কম্পিউটার ও কম্পোজ চৌধুরী নাগরি পাবলিশার্স। বইয়ের দামঃ মাত্র দুইশত টাকা। বইয়ের মোট পৃষ্ঠাঃ ৮০ প্রকাশকালঃ নভেম্বর ২০২৫ ইং
(সিলেট থেকে বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন জসিম বুক হাউজ আম্বর খানা পয়েন্ট সিলেট 01734921135) (ছাতক থেকে বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন মোঃ ইব্রাহিম আলী (01752580277) WhatsApp বিঃদ্রঃ কলামটি লেখকের নিজের।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin