শিরোনাম
সিলেটের নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কাজী আখতার উল আলম সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার অভিষেক ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত।  সুনামগঞ্জে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে” জেলার চোরাকারবারি, মাদকসহ সবধরনের অপরাধ দমন করার আশ্বাস প্রদান করেন—নবাগত পুলিশ সুপার   বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে দিরাই বিএনপির ও সহযোগি সংগঠনের উদ্যোগে জগন্নাথ মন্দিরে প্রার্থনা সভা সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন সুনামগঞ্জে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এড.নুরুল ইসলাম নুরুল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত। মল্লিকপুর বগি লাইনচ্যুত: তেলবাহী ওয়াগন ছিলো খালি তাই হয়নি ক্ষয়ক্ষতি  বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিলেট নগরীর বন্দরবাজারে তালহা রেস্ট হাউজে ডিবির অ ভি যা ন ৫ জন গ্রে ফ তা র
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে নতুন বালু সিন্ডিকেট : খাবলে খাচ্ছে মাঠ, বাজার ও বসতি!

স্টাফ রিপোর্টার / ২৬ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

কোম্পানীগঞ্জে নতুন বালু সিন্ডিকেট : খাবলে খাচ্ছে মাঠ, বাজার ও বসতি!

 

সিলেট বুলেটিন ডেস্ক:: সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই দক্ষিণ মহালে ইজারা অযোগ্য তীর এলাকায় অবাধে চলছে পরিবেশ বিধ্বংসী বালু উত্তোন ও বালু অপসারণ। এই লুটপাটের ফলে নদীগর্ভে বিলীন হচ্ছে বাজার, বসতি, কবরস্থান, খেলারমাঠ স্কুলমাঠ ও রাস্থাঘাট। 

জনৈক আতাউরের নেতৃত্বে একটি নতুন বালুদস্যু সিন্ডিকেট ১০ টাকা ঘনফুট দামে এ বালু বিক্রি করছে। সিন্ডিকেটের লুটপাট ও তান্ডব ঠেকাতে স্থানীয় বাসিন্দারা মামলা, সামাজিক প্রতিবাদ করেও থামাতে পারছে না এই বালু দস্যু’দেরকে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ধলাইনদী তীরের উত্তর রাজনগর, উত্তর ঢালারপারের পাকা ও কাচা ২ টি সড়ক, বাজারের দক্ষিণ পাশ, বসতভিটা এমনকি কবরস্হানও খাবলে খাচ্ছে শক্তিশালী এই সিন্ডিকেট। ভুক্তভোগিরা পুলিশ ও প্রশাসনের কাছে শত অনুনয় বিনয় করেও কোনরূপ প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

মাঝে মধ্যে পুলিশ টহল দিলেও আগাম খবর পেয়ে নিরাপদ স্হানে সরে যায় এবং পুলিশ চলে গেলে দস্যুরা ফের শুরু করে তান্ডব। রাত যত গভীর হয়, বালুখেকেরা ততো সক্রিয় হয়ে ওঠে।

এই লুটপরা সুন্ডিকেট গভীর রাত থেকে সকাল পর্যন্ত শতশত লিষ্টার দিয়ে বাল্কহেড ভর্তি করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। ফলে বসতবাড়ি, সড়কসহ ফসলীজমি বিলীন হচ্ছে অবলীলায়। এ যেনো দেখার কেউ নাই। ফলে এলাকার সাধারণ মানুষজন এই বালুদস্যু সিন্ডকেটর কাছে সম্পূর্ণ জিম্মি হয়ে পড়েছেন।

স্হানীয়দের অভিযোগ- উপজেলার উত্তর রাজনগর গ্রামের আতাউর, মতিউর, ফরিদ উদ্দিন, জৈন উদ্দিন, মোড়ল মিয়া, মশক আলী, আমির হোসেন, তাজুল মিয়া, মধুর মিয়া, কালা মিয়া, ইলিয়াস ,পারভেজ, চমক আলি তৈয়ব আলি গংরা মিলেই এই বালুদস্যু সিন্ডিকেট।

নাম প্রকাশ না করার শর্তে স্হানীয় এক বাসিন্দা নিজ বসতবাড়ি ও ছোট বাচ্চাদের নদীগর্ত হতে বাঁচাতে আকুতি জানিয়ে বলেন- আমরা গরীব, আমরা অসহায়, তাই বালুদস্যু চক্র গায়ের জোরে আমাদের বসতবাড়ির সীমানা ঘেষে গভীর খোদাই করে নিয়ে গেছে বালু। যে কোনো সময় দিনে বা রাতের আঁধারে আমাদের বসতভিটে নদীগর্ভে ধ্বসে পড়তে পারে। এ আশঙ্কার আমাদের নির্ঘুম রাত পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ইয়াকুব আলী জানান- “দীর্ঘদিন ধরে গ্রামের পাশের বাজার, পাকা সড়ক, বসত বাড়ীর পাশে বালু উত্তোলন চলায় ভীষণ ক্ষতির সম্মুখীন এলাকা।সামাজিক ভাবে স্হানীয় জনপ্রতিনিধি সহ অনেকে নিষেধ বাধা দিলেও মাঝে-মধ্যে লুটপাট থামে। কিন্তু পরে আবার যেই সেই।

বালু লুটপাটে জড়িত মতিউর বলেন, ” আমাদের পৈত্রিক অনেক ভূমি নদীপাড়ে রয়েছে, এটা আমরা কাজে লাগাচ্ছি। এতে কারো বাঁধা দেওয়ার কিছু নেই। তবে বালু বিক্রির সাথে তিনি যুক্ত নন বলে জানান।

এ বিষয়ে কোম্পানীগঞ্জের ইউ, এন,ও মোহামদ রবিন মিয়া বলেন, নদীসহ সবধরনের বালু লুটপাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ ধংসে যে বা যারা জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবেনা। বুধবারী বাজার এলাকায় সড়ক ও ফসলী জমিতে বালু লুটপাটের অভিযোগ পাওয়া গেলে ফের অভিযান শুরু হবে বলেও জানান তিনি।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বিপিএম বলেন, এলাকার নদী তীরবর্তী দখলদারা নামমাত্র মুল্যে বালু লুটপাটের সুযোগ করে দিচ্ছে বলে জানতে পেরেছি। এটা অবশ্য পরিবেশ বিধ্বংসী। তাই জড়িতদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। ইতেমধ্যে আমাদের পুলিশ টিম বুধবারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বালু উত্তোলন কারীদের তাড়িয়ে দিয়েছে।

ধলাই দক্ষিণ বালুমহাল লিজকৃত হলেও একটি মহল কলাবাড়ী, বুধবারী বাজার, উত্তর রাজনগর, ঢালারপার, মোস্তফানগর, নদী তীরবর্তী বসত এলাকা, সড়ক, কবরস্থান, বাজারের পাশে অবাধে বালু হরিলুট করে চলেছে বলে অভিযোগ স্থানীয়দের।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ