ছাতকে ব্যপক ভাবে জ্ঞানের সাগর মরমী কবি পীর দুর্ব্বীন শাহর জন্মদিন পালন
সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে জ্ঞানের সাগর মরমী কবি পীর দুর্ব্বীন শাহর ১০৪ তম জন্মদিন ব্যপক উৎসাহ উদ্দীপনায় পালিত হলো রোববার রাতে ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক ক্লাবে কবি পুত্র মোঃ আলম শাহ'র সভাপতিত্বে ও শিল্পী জাহিদ হাসান সোহেল'র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক সিমেন্ট কারখানা'র ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ছাতক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিলন মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক মোকাম্মেল হোসেন চৌধুরী, ছাতক সিমেন্ট কারখানা'র সিবিএ-৮০ এর সাধারণ সম্পাদক শফি উদ্দিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন অজিত কুমার দাস। আলোচনা সভা শেষে কেক কাটার মাধ্যমে জন্মদিন পালিত হলো। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ছাতক ও সুনামগঞ্জ, সিলেট এবং ঢাকা। শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন আনছার মিয়া।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin