সুনামগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী ঘোষণা: আনিসুল হক, কয়ছর আহমেদ ও কলিম উদ্দিন মিলন
সুনামগঞ্জ প্রতিনিধি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুনামগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের জন্য তাদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে। দলটির পক্ষ থেকে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ তিন নেতাকে এই আসনগুলোতে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
ঘোষণা অনুযায়ী, সুনামগঞ্জ জেলার যে তিনটি আসনে বিএনপি প্রার্থীর নাম চূড়ান্ত করেছে, তাঁরা হলেন: সুনামগঞ্জ-১ আসন: এই আসনে প্রার্থী হয়েছেন আনিসুল হক, যিনি জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সুনামগঞ্জ-৩ আসন: এই আসনে দল থেকে মনোনয়ন পেয়েছেন কয়ছর এম আহমেদ, যিনি বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে সুপরিচিত। সুনামগঞ্জ-৫ আসন: এখানে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। অভিজ্ঞ এই নেতা এর আগেও এই আসন থেকে নির্বাচিত হয়েছেন।
পর্যবেক্ষকদের মতে, বিএনপি ঘোষিত এই তিন প্রার্থীর প্রত্যেকেই নিজ নিজ এলাকায় শক্তিশালী রাজনৈতিক অবস্থান এবং দলীয় কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক পরিচিতি রাখেন। কেন্দ্রীয় ও যুক্তরাজ্য পর্যায়ের নেতা এবং একজন সাবেক সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়ায় এই আসনগুলোতে শক্ত প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের মনোনয়ন সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে বলে ধারণা করা হচ্ছে।
তবে, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) এবং সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির প্রার্থীর নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এই মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সুনামগঞ্জের রাজনীতিতে নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হলো বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, ঘোষিত প্রার্থীরা কীভাবে নির্বাচনী মাঠে তাদের প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করেন।##
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin