ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর
সেলিম মাহবুব,ছাতকঃ ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি'র ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের এক সভা শনিবার ১ নভেম্বর সকাল ১১ টায় গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
সভায় সন্মেলন ও নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ নভেম্বর। এ লক্ষে সভায় দায়িত্বশীল শিক্ষক আনোয়ার হোসেন, শিক্ষক বরুন কান্তি দাশ, শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক মাওঃ আব্দুল মুকিত, শিক্ষক মো. সফিক আহমদ-কে নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক সমতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও এলঙ্গি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাবের পরিচালনায় সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক আহবায়ক, ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মঈনুল হোসেন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি'র সাবেক সভাপতি, গনিপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আতাউর রহমান, মঈনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান খান, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল করিম বকুল। সভায় আরো বক্তব্য রাখেন এবং মতামত ব্যক্ত করেন, ছাতক উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষকবৃন্দ। ##
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin