সেরা লেখক সম্মাননা পেলেন শাম্মী তুলতুল।
কবি সংসদ বাংলাদেশের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সম্মাননার আয়োজন করা হয় গত ২৭/১০/২০২৫ তারিখ সোমবার। জনপ্রিয় কথাসাহিত্যিক তুলতুল পেলেন সেরা লেখক সম্মাননা।
উল্লেখ্য গত ২৪ অক্টোবর ২০২৫ কবি সংসদ বাংলাদেশের ২৭ বছর পূর্ণ হল। ২৭ অক্টোবর ২০২৫ ২৭ বছর পূর্তি উৎসব কেন্দ্রীয় কচিকাঁচার মেলা সেগুনবাগিচা ঢাকায় বিকাল ৩ঃ০০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন অধ্যাপক . ড.মুহাম্মদ নজরুল ইসলাম তামিজি. তৌহিদুল ইসলাম কনক প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। সম্মানিত আজীবন সদস্যবৃন্দ ও অন্যান্য অতিথিরা ছিলেন।
তুলতুল এই সম্মাননা পেয়ে বলেন. প্রতিটি সম্মাননার প্রাপ্তির পেছনে নিজ নিজ প্রতিভার যুদ্ধ আছে। তাই যুদ্ধ করে স্ট্রাগল করে পেয়ে সম্মানিত হওয়ার স্বাদ এর অনুভুতি অন্যরকম। অন্যথায় নেই।আমি কবি সংসদ বাংলাদেশের প্রতি অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই।
উল্লেখ্য শাম্মী তুলতুল বাংলাদেশের জনপ্রিয় একজন শিশুও কথাসাহিত্যিক। দুই. বাংলায় জাতীয় পত্রিকায় লেখালেখি করছেন একদম ছোট বেলা থেকেই। ভারত/বাংলাদেশ মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৬ টি।##
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin