"না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান" আজ সোমবার ২ টায় জানাজা ছড়ারপার বালুর মাঠে অনুষ্ঠিত হয়
সেলিম মাহবুব,ছাতকঃ না ফেরার দেশে চলে গেলেন অজস্র গানের ছাতকের উদীয়মান তরুণ গীতিকার ও কণ্ঠ শিল্পী আলী ইনসান। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সোমবার ভোরে তিনি ইন্তেকাল করেছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আলী ইনসান উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গনেশপুর-ছড়ারপার গ্রামের বাসিন্দা মো. দুদু মিয়ার পুত্র। সোমবার ২.০০ ঘটিকার সময় ছড়ারপার বালুর মাঠে মরহুম আলী ইনসানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।
আলী ইনসানকে হারিয়ে আমরা হারালাম সংস্কৃতি অঙ্গনের এক তরুন নক্ষত্র। ছাতকের ইতিহাস-ঐতিহ্য নিয়ে তার লিখা একটি গান অত্যন্ত জনপ্রিয়, এ গানটি সংস্কৃতি মনা মানুষের মুখে-মুখে উচ্চারিত হচ্ছে।
জনপ্রিয় কণ্ঠ শিল্পী আলী ইনসান ছিলেন সদা হাস্যোজ্জ্বল। একজন তরুণ। "আমার ময়না টিয়া" আমাদের ছাতক শহর " পাইয়া নিধি হারালাম, ঘুমের ঘরে" ইত্যাদি অনেক জনপ্রিয় গানের লেখক তিনি। আজ আমরা ছাতকবাসী একজন গুণী শিল্পীকে হারিয়েছি। আমরা ছাতকবাসী হারালাম জনপ্রিয় শিল্পী পাগল হাসান-কে এ শোক কাটতে না কাটতে আমরা আজ আরেক তরুণ শিল্পী আলী ইনসান-কে ও হারালাম।##
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin