শিরোনাম
পটিয়ায় তেলবাহী মিনি ভ্যান ছিনতাই: মূল দুই আসামি গ্রেফতার শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকের চালান আটক। সিলেটের গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে হরিরামপুরে অধ্যাপক আব্দুল হামিদ মিয়ার পক্ষ হতে ৩১দফার লিফলেট বিতরণ।  বংশ পরস্পরায় ফলের মালা পড়িয়ে কালী মায়ের পূজো হচ্ছে ৫০ বছর ধরে, আর এটাই রীতি । কর্ম ক্ষেত্রে সিলেট আমার দ্বিতীয় জন্মভূমি – সহকারী পুলিশ সুপার জামশেদ আলম  হরিরামপুরে পূর্বখলিলপুর গ্রামে জয়নালের বাড়িতে চুরি,আতঙ্কে এলাকাবাসী।  জামালগঞ্জের সাচনা বাজারে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের লিফলেট বিতরন ও জনসভায় জনতার ঢল কলকাতার বাবুঘাটে চলছে, জাগ্রত চামুন্ডা কালী সহ অন্যান্য কালী প্রতিমার বিসর্জন।
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

সিলেটের গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে

স্টাফ রিপোর্টার / ৪২ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে

 

কামাল খান :: গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখোর পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে ভোটগ্রহণ, এরপর ভোটগণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সিলেট জেলা বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মোহাম্মদ মইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন আব্দুল মুহিত।ঘোষিত ফলে সভাপতি পদে ডাব প্রতীকে ২০১ ভোট পেয়ে মো. দুলু আহমদ বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে বাসগাড়ি প্রতীকে ২০৯ ভোট পেয়ে মো. শাহজাহান আহমদ, সাধারণ সম্পাদক পদে চেয়ার প্রতীকে ১৯৫ ভোট পেয়ে মো. নানু মিয়া, সহ-সম্পাদক পদে দেয়ালঘড়ি প্রতীকে ১৮৩ ভোট পেয়ে মো. আমির হোসেন,এবং সাংগঠনিক সম্পাদক পদে কলস প্রতীকে ১৬৭ ভোট পেয়ে মো. রাজু আহমদ নির্বাচিত হয়েছেন।এছাড়া কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. সাজিদুর রহমান নির্বাচিত হন। সদস্য পদে ফুটবল প্রতীকে ১৮৬ ভোট পেয়ে মোঃ দুলাল আহমদ জয়লাভ করেন।ভোট গ্রহণ চলাকালীন কেন্দ্রে ছিল উৎসবমুখোর পরিবেশ। শ্রমিকদের মাঝে ভোটের আমেজ ছড়িয়ে পড়ে সকাল থেকেই। ভোট শেষে উপস্থিত শ্রমিক ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়।

নির্বাচিত নেতারা বলেন, শ্রমিকদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে তাদের প্রধান অঙ্গীকার। এ সময় সিলেট থেকে জেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা বলেন গোলাপগঞ্জের পরিবহন খাতকে আরও সুসংগঠিত ও শ্রমিকবান্ধব করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ