সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকের চালান আটক।
স্টাফ রিপোর্টার:: সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশ কর্তৃক একটি নোহা মাইক্রোবাস ভর্তি ১৮৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার"রবিবার (২৬ অক্টোবর ২০২৫ ) সকাল ০৭.০০ ঘটিকার সময় কোম্পানীগঞ্জ থানাধীন ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পরিচালিত উক্ত অভিযানে, একটি কালো রঙের নোয়া মাইক্রোবাস (রেজি. নং: ঢাকা মেট্রো-চ-১১-৫১৬৭) পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ অপররা পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া গাড়িটি তল্লাশি করে ভেতর থেকে ৯ প্রকারের বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৮৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ ৪৫৮.১০ লিটার। এবং বাজার মূল্য আনুমানিক ৯ লক্ষ টাকা । আইনগত ব্যবস্থা প্রক্রিয়া ধীন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin