হরিরামপুরে পূর্বখলিলপুর গ্রামে জয়নালের বাড়িতে চুরি,আতঙ্কে এলাকাবাসী।
মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:: ।মানিকগঞ্জের হরিরামপুর পূর্বখলিলপুর গ্রামের জামিল বিশ্বাসের বাড়িতে চেকল ও তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবসী। ২৪ অক্টোবর রাতে এঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী পরিবার জানান।সরেজমিনে গিয়ে দেখা যায়,ছিকল ভেঙে ঘরে ঢুকে ভিতর আসবাপত্র উলোট-পালোট সহ আলমারী ভাঙ্গা জিনিসপত্র এলোমেলো।
ভুক্তভোগী পরিবারের মতানুসারে স্বর্গ ১ ভরি,রুপা ৫ ভরি টাকা ৪০ হাজার টাকা চুরি হয়েছে। স্থানীয় বাসিন্দা জানান,এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা খুবই দুঃখজনক। পুরো এলাকা এখন আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে ভুক্তভোগী বাহারান প্রবাসী সাইফুল ইসলাম জানান, এ ধরণের অপ্রত্যাশিত ঘটনা আদৌও কাম্য নয়।আর যেন কোন বাসায় এধরণের ঘটনা না ঘটে আমি উপর মহলের হস্তক্ষেপ কামনা করছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোরদার দাবি জানাচ্ছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin