কর্ম ক্ষেত্রে সিলেট আমার দ্বিতীয় জন্মভূমি – সহকারী পুলিশ সুপার জামশেদ আলম
ডেক্স রিপোর্ট : চাকুরী জীবনের শুরু থেকেই শাহজালাল(র:) এর পুণ্যভূমি সিলেটে -ই কর্মজীবন অতিবাহিত করা পুলিশের এক মানবিক কর্মকর্তা সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো: জামশেদ আলম। সিলেট দীর্ঘ বিভাগের কর্মকালে তার বন্ধু মহল অনেক। তাদেরই আয়োজনে সহকারী পুলিশ সুপার পদে জামশেদ আলমের পদোন্নতিতে শুক্রবার( ২৪ অক্টোবর) রাত ৮ টায় সিলেটের একটি চাইনিজ রেস্টুরেন্ট এর হল রুমে আয়োজন করা হয় বর্ণাঢ্য সংবর্ধনা আলোচনা সভার।
বর্ণিল আয়োজনে দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো চীফ প্রবীণ সাংবাদিক সংগ্রাম সিংহ এর সভাপতিত্বে দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক আকাশ চৌধুরীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও হিন্দু কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি সুদীপ সেন পাপ্পু বলন, আমরা কোন পুলিশ কর্মকর্তাকে সম্বর্ধনা দিচ্ছি না, একজন মানবিক ও গুণী মানুষকে সম্মাননা জানাতে আজকের আয়োজন। সরকারি পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত জামশেদ আলম সব সময়ের কলম সৈনিক পরবর্তী কর্মজীবনে ছিলেন এক মানবিক পুলিশ কর্মকর্তা, তার আচরণে কোনই পলিশিং ভাব আমরা দেখিনি। মানুষের কোন ক্ষতি হলে কর্মক্ষেত্রের কারণে কিছু করতে না পারলেও যার হৃদয় কাঁপতো, বিগত দিনে অনেক অন্যায় বিষয়ের জন্য যে আফসোস করতো, হৃদয় থেকে কান্না করত, হৃদয়ের রক্তকরণ হতো অন্যায়ের বিরুদ্ধে, অনেক সময় লিখে ফেলত বিভিন্ন কাগজে, কবিতা লিখে প্রতিবাদ করতে অন্যায়ের সেই পুলিশ কর্মকর্তার নাম জামশেদ আলম।তার পদোন্নতিতে আমরা পুলিশ বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
সম্বর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত) মো: জামশেদ আলম, সংবর্ধনার জবাবে তিনি বলেন , কর্মজীবন শুরু করেছিলাম সিলেটে । সিলেট আমার কর্মক্ষেত্রে যে ভালোবাসা পেয়েছি তাতে মনে হয় সিলেট আমার দ্বিতীয় জন্মভূমি। প্রায় সব জায়গায় চাকরি করেছি কিন্তু কোন জায়গায় আমার শত্রু আছে এমনটা মনে হয় না। আজ সিলেটবাসী বন্ধমহল আমার পদোন্নতির খবরে যোগাযোগ মাধ্যমে আমাকে ফোন দিয়ে, মেসেজ দিয়ে, ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ও তারা থেমে থাকেননি। আমার পদোন্নতিতে আজ বন্ধু মহল আমাকে সংবর্ধনা দিয়ে আজীবন তাদের মায়ার বন্ধনে আবদ্ধ করলো। আমি বন্ধু মহলসহ সিলেটবাসীর কাছে কৃতজ্ঞ। এখন আমি এসপি থাকার কথা অনেক দেরিতে হলেও আমার পদোন্নতি হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া। সেটি হয়তো শাহজালাল (র:) ও শাহপরান (র:) স্মৃতি বিজড়িত মাটিতে আমি চাকরির জীবন থেকে ছিলাম বলে তাদের উছিলায় আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। সিলেটের সাথে চট্টগ্রামের সামাজিকতা পারিপার্শ্বিকতার অনেক মিল রয়েছে । সিলেটবাসীর আন্তরিকতার কারণেই আমি চাকরি জীবনের সিলেট ছেড়ে যাইনি। আজকের সংবর্ধনা আন্তরিকতার বহিঃপ্রকাশ। আমি সাংবাদিক আকাশ চৌধুরী সহ সিলেটের বন্ধু মহলের কাছে চিরঋণী।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ক্রিয়া ব্যক্তিত্ব নূরে আলম খোকন, সিলেট চেম্বার অফ কমার্সের পরিচালক জহিরুল ইসলাম, ঢাকা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সমবানী সম্পাদক ও প্রকাশক এম,এ,অন্তর হাওলাদার।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন এন টিভির সিনিয়র ক্যামেরা পার্সন আনিস রহমান, বিশিষ্ট বাউল শিল্পী বিরহী কালামিয়া, ডেইলিষ্টারে স্টাফ ফটোগ্রাফার শেখ আশরাফুল আলম নাসির, বৈশাখী টিভি সিলেট প্রতিনিধি এস সুটন সিংহ, সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদকও দৈনিক ডাকার ডাক এর সিলেট ব্যুরো চীফ এমদাদুর রহমান চৌধুরী জিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া ইনজার সহ-সভাপতি বাংলা টিভির সিনিয়র ফটোগ্রাফার এস আলমগীর, আর টিভির সিলেট প্রতিনিধি হাসান মোহাম্মদ শামীম, সিলেট শিক্ষা বোর্ডের কর্মকর্তা প্রদীপ মজুমদার, ফার্মাসিস্ট বিধান রায়, সিলেট জেলা প্রেসক্লাবের রঞ্জিত সিংহ , নিউজ টোয়েন্টিফোর এর ক্যামেরা পার্সন হাসান সিকদার সেলিম , দৈনিক সমাচারের প্রতিনিধি নিজাম উদ্দিন, সিটি কর্পোরেশনের চাকুরীজীবী শাওন বর্মন, সমাজকর্মী আব্দুল মোমিন, ব্যবসাযী কালা মিয়া,
সংবর্ধনার জবাবে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জামশেদা আলম বলেন , কর্মজীবন শুরু করেছিলাম সিলেটে । সিলেট আমার কর্মক্ষেত্রে যে ভালোবাসা পেয়েছি তাতে মনে হয় সিলেট আমার দ্বিতীয় জন্মভূমি। প্রায় সব জায়গায় চাকরি করেছি কিন্তু কোন জায়গায় আমার শত্রু আছে এমনটা মনে হয় না। আজ সিলেটবাসী বন্ধমহল আমার পদোন্নতির খবরে যোগাযোগ মাধ্যমে আমাকে ফোন দিয়ে, মেসেজ দিয়ে, ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ও তারা থেমে থাকেননি। আমার পদোন্নতিতে আজ বন্ধু মহল আমাকে সংবর্ধনা দিয়ে আজীবন তাদের মায়ার বন্ধনে আবদ্ধ করলো। আমি বন্ধু মহলসহ সিলেটবাসীর কাছে কৃতজ্ঞ। এখন আমি এসপি থাকার কথা অনেক দেরিতে হলেও আমার পদোন্নতি হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া। সেটি হয়তো শাহজালাল (র:) ও শাহপরান (র:) স্মৃতি বিজড়িত মাটিতে আমি চাকরির জীবন থেকে ছিলাম বলে তাদের উছিলায় আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। সিলেটের সাথে চট্টগ্রামের সামাজিকতা পারিপার্শ্বিকতার অনেক মিল রয়েছে । সিলেটবাসীর আন্তরিকতার কারণেই আমি চাকরি জীবনের সিলেট ছেড়ে যাইনি। আজকের সংবর্ধনা আন্তরিকতার বহিঃপ্রকাশ