সুনামগঞ্জে খ্রিস্টান কমিউনিটির নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত হলো হেযবুত তওহীদের সম্প্রীতি সমাবেশ
সুনামগঞ্জ প্রতিনিধি::: সুনামগঞ্জে খ্রিস্টান কমিউনিটির নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত হলো হেযবুত তওহীদের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদের উদ্যেগে সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের নারায়নতলা মুগাইপাড় গ্রামে এই খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান তেলাওয়াত ও বাইবেল পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম।
খ্রিস্টান কমিউনিটির সাবেক চেয়ারম্যান পুতুল সাংমার সভাপতিত্বে এবং সদস্য মোঃ আকবর আলীর সঞ্চালনায় সমাবেশে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তাওহীদের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ জাকির হোসেন। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সমাজ সেবক মোঃ আতিকুর রহমান দানীস।
মূখ্য আলোচক তার বক্তব্যে পবিত্র কোরান ও বাইবেলের বিভিন্ন উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহর সার্বভৌমত্ব আমরা সকল ধর্মের লোকই সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করেছি। আমরা মানুষের তৈরি করা বিধান মেনে নিয়েছি। ফলে দুনিয়াময় চরম অশান্তি, যুদ্ধ রক্তপাত চলছে। সকল প্রকার অশান্তি ও বিভক্তিকে বাদ দিয়ে আদম হাওয়ার সন্তান হিসেবে আমরা আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে মানুষে মানুষে কোন ভেদাভেদ থাকবে না, কোন সাম্প্রদায়িক মনোভাব থাকবে না। তাই আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি হিসেবে স্রষ্টার আনুগত্য করা উচিত। উপস্থিত কৃষকগনের উদ্দেশ্যে তিনি বলেন কৃষিব্যবস্থার আমূল পরিবর্তন হবে, বিনাসুদে কৃষকগন অর্থ সহায়তা পাবেন, উৎপাদিত ফসলের সঠিক দাম, অর্গানিক পদ্ধতিতে কৃষিকাজ, উৎপাদন বৃদ্ধিসহ কৃষি ও কৃষকদের নানান সুবিধার বিষয় নিয়ে আলোচনা করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারায়নতলা মিশন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেবাষ্টিয়ান। আরও বক্তব্য রাখেন খ্রিস্টান কমিউনিটির গন্যমান্য ব্যক্তি ট্রিউপিল মারাক ও ভেরোনিকা জেংচাম। এ সময় খ্রিস্টান কমিউনিটির প্রায় শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। হেযবুত তওহীদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইসমাইল হোসেন , মোঃ তুহিন মিয়া, ফুল মিয়া প্রমুখ। ##
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin