শাবিপ্রবিতে শিবিরের দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম
হোসাইন ইকবাল, শাবি: পরিচ্ছন্ন ক্যাম্পাস, প্রাণবন্ত মন, সুশোভিত হোক শিক্ষাঙ্গন’—এই স্লোগান নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় ক্যাম্পাসে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের শাখা সভাপতি তারেক মনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে সেক্রেটারি মাসুদ রানা তুহিনসহ শিবিরের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার করেন।
এ বিষয়ে সভাপতি তারেক মনোয়ার বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্তমানে একসাথে ১৭টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান, ফলে সারাদিন ট্রাক চলাচলে পরিবেশ দূষণ হচ্ছে। এমনকি ক্যাম্পাসের বিভিন্ন আঙ্গিনায় প্লাস্টিক এবং ময়লা-আবর্জনা ফেলে নোংরা করে রাখা হয়েছে। তাই আমরা দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্যোগ নিয়েছি, যাতে ক্যাম্পাস কিছুটা হলেও পরিষ্কার রাখা যায়।’তিনি আরও বলেন, ‘এই ক্যাম্পাস আমাদের সবার। তাই পরিচ্ছন্ন রাখাটাও আমাদের দায়িত্ব।’
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin