সিলেটের জৈন্তাপুরে সুপারির পিকআপ আটকাতে বিজিবি গুলি বিজিবির গুলিতে নিহত আলমাস চোরাকারবারি না পথচারী?
নিজস্ব প্রতিবেদক ::সিলেটে বিজিবির গুলিতে আলমাস(৩৫) নামের এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২২ সেপ্টেম্বর সকাল ১১ টায় সিলেটের জৈন্তাপুর চারিকাটা বালিদারা হন্দিরমুখ এলাকায়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বিজিিবির ১৯ ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের সুরইঘাট সীমান্তে চোরাই পণ্য ( সুপারি) ভর্তি পিকআপ ভ্যান ধাওয়া করতে গিয়ে ব্যর্থ হয়ে আটকানোর জন্য বিজিবি গুলি ছোড়ে। তবে দুঃখজনক হল গুলি লাগেনি পিকআপ ভ্যানে। গুলিতে নিহত হয় স্থানীয় এলাকার বাসিন্দা আলমাস। নিহত হওয়ার পর আলমাস কে চোরাকারবারী দাবী করে বিজিবি।
তখন সে চোরাকারবারি নয় দাবি করে স্থানীয়রা পিকআপ ভ্যান আটকে রাখেন এবং সমাধানের পর তা ছাড়বেন বলে জানান এ নিয়ে বিজিবি ও একা বাসির মধ্যে হট্টগোল এর সৃষ্টি হয়। এখন প্রশ্ন দেখা দিয়েছে বিজিবির গুলিতে নিহত আলমাস চোরাকারবারি না পথচারী ? এ নিয়ে হয়েছে ধুম্রজালের সৃষ্টি।
বিজিবি পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে অভিযানের সময় চোরাকারারীরা তাদের উপর হামলার চেষ্টা করেছে তারা আত্মরক্ষার্থে গুলি করেছেন । তাদের একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন দাবী করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন। কিন্তু আহত হওয়ার কোন চিত্র পাওয়া যায়নি।আহত ব্যক্তির নাম ও নেই সংবাদ বিজ্ঞপ্তিতে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা যায়নি মুঠোফোনে বারবার চেষ্টা করেওস্থানীয় বিজিবির সাথে।
বিজিবির দাবি, চোরাইপণ্য বোঝাই পিকআপ আটক করতে গিয়ে চোরাকারবারিরা হামলা চালালে আত্মরক্ষার্থে বাধ্য হয়ে বিজিবি গুলি ছুঁড়েছে। নিহত আলমাস মিয়া (৩৫) জৈন্তাপুর উপজেলার নয়াখেল গ্রামের বাসিন্দা। স্থানীয় লোকজনের দাবি, আলমাস পেশায় কৃষক। কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন।
জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদিউজ্জামান সন্ধ্যায় প্রতিবেদক কে মোঠোফোনে জানান,হত্যাকান্ডের ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আলমাসের লাশ আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আলমাসের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় কোন মামলা নেই। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আলমাস নয়াখাল গ্রামের শরিফ উদ্দিনের পুত্র ।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি :ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. জুবায়ের আনোয়ার বিজ্ঞপ্তিতে জানান, গতকাল বুধবার সকাল ১০টার দিকে সুরইঘাট বিওপির একটি টহলদল জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের জন্য যায়। এসময় চোরাইপণ্যবাহী একটি পিকআপ ভ্যান আটক করা হলে একদল সশস্ত্র চোরাকারবারী দেশীয় ধারালো অস্ত্র, বল্লম ও লাঠিসোটা নিয়ে বিজিবি সদস্যদের উপর হামলা চালায়। তারা চোরাইপণ্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। চোরাকারবারীদের হাত থেকে সরকারি সম্পদ রক্ষা ও আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা ৪-৫ রাউন্ড ফাঁকা গুলি করে। চোরাকারবারীদের আক্রমনে বিজিবির এক সদস্য গুরুতর আহত হন। মুমূর্ষ অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষে জনসম্মুখে উপস্থাপন পূর্বক জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই স্থানীয়রা। প্রকৃত দোষীদের জন্য না তাকে পর্দার আড়ালে সংশ্লিষ্টদের কাছে এমনটাই দাবি তাদের
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin