সুনামগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে হাওরের নারীদের নিয়ে সমাবেশ
সুনামগঞ্জ প্রতিনিধি :::: আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে হাওরের জেলা সুনামগঞ্জে নারীদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে সুনামগঞ্জ শহরের লতিফা কমিউনিটি সেন্টারে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক খানি বাংলদেশ,অনচিত্র,বিন্দু,হাউস,প্রাণ এর যৌথ উদ্যোগে এই নারী সমাবেশ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
এই সমাবেশে হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ”র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম,ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট এর সিলেট অঞ্চলের সভাপতি আবুল হোসেন,সাংবাদিক লতিফুর রহমান রাজু এবং এইচ এম পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক শাহিনা চৌধুরী রুবি প্রমুখ।
বক্তারা বলেন,দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকেই নারীরা। কাজেই মোট নারী কর্মশক্তির প্রায় ৭৪ শতাংশ কৃষিতে নিয়োজিত রয়েছেন। গত এক দশকে কৃষিখাতে নারী শ্রমিকের সংখ্যা প্রায় ১১৬ শতাংশ বেড়েছে,যা দেশের খাদ্য নিরাপত্তায় তাদের ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকার স্পষ্ট ইঈিত দেয়। কাজেই এই উল্লেখযোগ্য অবদান সত্বে কৃষিকাজে নিয়োজিত মোট মহিলা শ্রমিকের পায় ৭২ শতাংশ অবৈতনিক পারিবারিক শ্রমিক হিসেবে কাজ করে থাকেন। তারা তাদের শ্রমের ৪৫.৬ শতাংশ বিনামূল্যে প্রদান করেন এবং দৈনিক শ্রমের জন্য পূরুষদের প্রায় অর্ধেক পারিশ্রমিক পেয়ে থাকেন বলে মনে করেন বক্তারা। ##
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin